ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁর মান্দা রঘুনাথ জিঁউ মন্দিরে রামনবমী উৎসব আগামীকাল

প্রকাশিত: ০৫:৫৫, ১২ এপ্রিল ২০১৯

নওগাঁর মান্দা রঘুনাথ  জিঁউ মন্দিরে রামনবমী উৎসব আগামীকাল

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ঐতিহ্যবাহী ঠাকুর মান্দায় শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দিরে রামনবমী উৎসব আগামীকাল শনিবার । কীর্তন, প্রসাদ বিতরন, ভক্তদের পুজো অর্চনা, ভোগ নিবেদন এবং মানত দেয়ার মধ্যদিয়ে দিনভর চলবে এই উৎসব। ঐতিহাসিক প্রতœতত্ব নিদর্শনে সমৃদ্ধ উত্তরের নওগাঁ জেলার অন্যতম পূণ্যভূমি স্থাপত্যের মধ্যে নওগাঁর মান্দা উপজেলার ঠাকুর মান্দা শ্রীশ্রী রঘুনাথ জিঁউ মন্দিরটি প্রায় তিন শ’ বছর ধরে কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সতের শতকের অন্যতম স্থাপত্যের মধ্যে এটি একটি। এখনো চৈত্র মাসের বাসন্তি পুজোর নবমী তিথিতে রামনবমী উৎসবে ১৫দিন ধরে চলে এখানে নানা ধর্মীয় উৎসব ও মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি অন্যতম তীর্থস্থান হিসেবেও ব্যাপক পরিচিতি রয়েছে সারা ভারত উপ-মহাদেশে। বাসন্তী পুজোর শুরু তথা ষষ্ঠি থেকে নবমী এবং এর ৯দিন পর লক্ষনভোজের মধ্যদিয়ে একটানা ১৫ দিন ব্যাপী ধর্মীয় উৎসব চলে মহা ধুমধামের মধ্যদিয়ে। এই উৎসবে বিশেষ করে রামনবমী উৎসবে বাংলাদেশের বিভিন্ন জেলার ভক্তবৃন্দ ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চল থেকেও ভক্তরা আসেন ঠাকুর দর্শনে ও তাঁদের মানত দিতে। হাজার হাজার নারী-পুরুষ ভক্তের পদচারনায় মুখরিত হয়ে ওঠে মন্দিরের চারিপাশে প্রায় ১ কিঃমিঃ এলাকা জুড়ে। শত শত বাস, মাইক্রোবাস, জীপ আর হাজার হাজার ভ্যান ও ভটভটিতে চড়ে ভক্তরা আসেন এই রঘুনাথ মন্দিরে। মন্দির থেকে কমপক্ষে দেড় কিঃমিঃ দূরে রাখতে হয় এসব যানবাহন। ভক্ত-দর্শনার্থীদের ভিড়ে প্রাচীন এই মন্দিরটি মুখরিত হয়ে ওঠে এই তিথিতে। শনিবার সকাল ৮টা ৪৮ মিনিট ১৪ সেকেন্ড গতে শুরু হবে রামনবমীব্রত। এ লগ্ন থাকবে রবিবার সকাল ৬টা ৪৩মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত।
×