ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারতীয় ৩৬০ বন্দীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৯:৩৩, ৭ এপ্রিল ২০১৯

 ভারতীয় ৩৬০ বন্দীকে মুক্তি দিচ্ছে পাকিস্তান

পাকিস্তান সীমান্ত উত্তেজনা হ্রাসে আবারও হাত বাড়িয়েছে। এ মাসের মধ্যে তারা ৩৬০ ভারতীয় বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ ঘোষণা দেয়। রয়টার্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল বলেন, পাকিস্তানে বন্দী ভারতের ৩৫৫ জেলে ও পাঁচজন সাধারণ নাগরিকের সাজার মেয়াদ শেষ হওয়ায় সরকার তাদের মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আশা ভারতও একই উদ্যোগ নেবে। মোট চার দফায় ওই বন্দীদের মুক্তি দেয়া হবে। আগামী ৮ এপ্রিল প্রথম ব্যাচের মুক্তি পাওয়ার কথা রয়েছে।
×