ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১:৫৯, ৪ এপ্রিল ২০১৯

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা কার্যক্রম শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ কর ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে কয়েক বছর আগে শুরু হয় ভ্যাট অনলাইন প্রকল্প। কয়েকবার উদ্যোগ নেয়া হলেও অনলাইনে ভ্যাট রিটার্ন জমা কার্যক্রম শুরু করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দীর্ঘ অপেক্ষার পর সোমবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো অনলাইন কার্যক্রমের। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, জনগণের দেয়া ভ্যাট এবং রিটার্ন সঠিকভাবে জমা দেয়ার। একই সঙ্গে হুঁশিয়ারি দেন কেউ ভুল তথ্য দিয়ে রিটার্ন দিলে কঠোর ব্যবস্থা নেয়ার।
×