ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হ্যাটট্রিক শিরোপা

প্রকাশিত: ১২:০৯, ৩ এপ্রিল ২০১৯

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হ্যাটট্রিক শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তৃতীয়বারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা উঠতে যাচ্ছে বিরাট কোহলিদের হাতে। নিয়ম অনুযায়ী ১ এপ্রিল যে দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকে তাদের হাতে ওঠে আভিজাত্যের গদাসদৃশ এ ট্রফি। মৌসুমজুড়ে দুর্দান্ত ক্রিকেট খেলা ভারত যে এবারও সেটি নিজেদের দখলে রাখতে যাচ্ছে অনুমান করা যাচ্ছিল। এক ঘোষণার মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। পাশাপাশি এক মিলিয়ন ডলারের চেক উঠবে কোহলিদের হাতে; বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ৮ কোটি ৫০ লাখ টাকা। ১১৬ রোটিং পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড (১০৮) ও দক্ষিণ আফ্রিকা (১০৫) পাবে ৫ ও ২ লাখ ডলার। ট্রফি ও চেক হস্তান্তরের তারিখ যথাসময়ে জানিয়ে দেবে আইসিসি। প্রতিক্রিয়া জানিয়ে ভারত অধিনায়ক কোহলি বলেন, ‘আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি আবারও ধরে রাখাটা আমাদের কাছে গর্বের। তিন সংস্করণেই আমাদের দল ভাল করছে। তবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটা সবসময়ই অন্যরকম তৃপ্তি দেয়। সবাই জানি, টেস্ট ক্রিকেটের গুরুত্ব কতটা। বছরের শেষদিকে শুরু হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল করতে এই স্বীকৃতি আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে।’ শীর্ষে থাকা ভারত গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো জিতেছে টেস্ট সিরিজ। তার আগে দেশের মাঠে হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে। কোহলির নেতৃত্বে দেশে কিংবা দেশের বাইরে টেস্টেও আক্রমণাত্মক ক্রিকেটের যে উদাহরণ তৈরি করেছে ভারত, পুরস্কারটা তাদের প্রাপ্যই ছিল। গত এক বছরে চারটি সিরিজ খেলে তার তিনটিতেই জিতেছে ভারত। ইংল্যান্ড সফরে সিরিজ হারলেও সেখানে দলটির পারফর্মেন্স ছিল অতীতের যে কোন সময়ের চেয়ে ভাল। নিয়ম অনুযায়ী আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার দেয়া হয় ১ এপ্রিলের মধ্যে যে দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকে তাদের। সাধারণত বছরজুড়ে র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন এলে একে ওঠার সঙ্গে সঙ্গে গদার মতো দেখতে ট্রফিটাও হাতবদল হয়। তবে প্রাইজমানি দেয়া হয় শুধু ১ এপ্রিলে শীর্ষে থাকা দলকেই। যে অঙ্কটা এক মিলিয়ন ডলারের। ক’দিন আগে বাংলাদেশকে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছে নিউজিল্যান্ড। পুরস্কার হিসেবে ১০৮ পয়েন্ট পাওয়া কেন উইলিয়ামসনের দল পাচ্ছে পাঁচ লাখ ডলার। তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি দুই লাখ মার্কিন ডলার।
×