ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘সারভাইভিং ৭১’

প্রকাশিত: ১১:৪৫, ২৮ মার্চ ২০১৯

‘সারভাইভিং ৭১’

বাবা ছিলেন সাবেক মন্ত্রী। নাম রেজাউল করিম। তিনি একাত্তরের মহান স্বাধীনতা সংগ্রামে রণাঙ্গনের যোদ্ধা। নিজ চোখে দেখেছিলেন পাক হানাদার বাহিনীর নির্মম, নিষ্ঠুরতার চিত্র। সেই নির্মম নিষ্ঠুর ইতিহাস ছেলের কাছে বলার পর, ছেলে নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘সারভাইভিং-৭১।’ নির্মাতা ওয়াহিদ ইবনে রেজা। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক এ্যানিমেশন চলচ্চিত্র ‘সারভাইভিং-৭১’র টিজার। টিজারে স্বাধীনতা সংগ্রামের চিত্র দেখা গেছে। সেই সঙ্গে পাক হানাদার বাহিনীর নির্মম নিষ্ঠুরতার চিত্র। একটি ট্রেন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। চারদিকে গুলির শব্দ। গ্রামের পর গ্রাম আগুনে জ¦লছে। দ্রুত গতিতে ট্রেন ছুটে চলছে। হঠাৎই চলন্ত ট্রেনের একটি দরজা খুলে যায়। দেখা যায় পাক হানাদার বাহিনীর সদস্যরা সেখানে দাঁড়িয়ে আছে। তিনজনকে হাত পা বেঁধে নির্মম নির্যাতন শেষে নদীতে ছুঁড়ে ফেলা হবে। হানাদাররা যতই নির্যাতন চালাক না কেন ছেলে তিনটি অবিরত বলে যাচ্ছে, জয় বাংলা, জয় বাংলা। গুলি করে নদীতে ফেলে দেয় তাদের। ‘সারভাইভিং-৭১’ একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নির্মাতা রেজা হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজ্ওয়ার্কসে এ্যাসোসিয়েট প্রডাকশন ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। প্রায় অনেকদিন ধরেই হলিউডে কাজ করে আসছেন রেজা। জনপ্রিয় বেশ কিছু ছবিতে তিনি টিম ওয়ার্ক করেন। ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ ছবির কো অর্ডিনেটর ছিলেন তিনি। ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার ও ডক্টর স্ট্রেঞ্জ- এর মত চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে রেজার। ২০১৭ সালের দিকে রেজা ঘোষণা দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের। আগামী বছরই ছবিটির মুক্তি দেয়ার পরিকল্পনা ও জানিয়েছিলেন তিনি। বর্তমানে টিজারটি প্রকাশ হওয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। মানুষ ইউটিউবে খুব গুরুত্ব নিয়েই টিজারটি দেখছে। এ্যানিমিশনভিত্তিক চলচ্চিত্রটিতে নেপথ্য কণ্ঠ দিবেন জয়া আহসান, মেহের আফরোজ শাওন, তানযীর তুহিন, গাউসুল আলম শাওন, সামির আহসান, অনিক খান ও ওয়াহিদ ইবনে রেজা। রেজা জানান, অনেকের ভয়েসই রেকর্ড করা হয়েছে। যাদের বাকি আছে তাঁদেরগুলো খুব শীঘ্রই রেকর্ড করা হবে। আনন্দকণ্ঠ ডেস্ক
×