ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাড়ির ছাদে বৃক্ষপ্রেমী জসিমের স্বপ্নের বাগান

প্রকাশিত: ০৯:০৮, ১৬ মার্চ ২০১৯

 বাড়ির ছাদে বৃক্ষপ্রেমী জসিমের স্বপ্নের বাগান

বাড়ির ছাদে বাগান করে সাফল্য পেয়েছেন এক বৃক্ষপ্রেমী। চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাব রেজিস্ট্রার বাড়ির সন্নিকটে জেবল হোসেনের বাড়িতে জসিম উদ্দিন এই বাগানটি শখ করে করেছেন। ৪ তলা বিশিষ্ট বিল্ডিং এর পুরো ছাদেই প্রায় তিনশ টপে বাগানটি সাজানো হয়েছে। এতে ফলজ, ওষধি ও বিভিন্ন ধরনের সবজি চাষও করা হয়েছে। জসিম ছাড়াও তার পরিবারের সদস্যরা এই বাগান পরিচর্চা করে থাকেন। বাগান দেখতে প্রায় সময় কৃষি অফিসের মাঠ কর্মী ছাড়াও বিভিন্ন এলাকার বৃক্ষপ্রেমী নারী ও পুরুষরা সেখানে ছুটে যান। জসিম ৪নং ওয়ার্ডের মরহুম আনু মিয়া ও মজলিস খাতুনের বড় পুত্র। তিন ভাই দুই বোনের মধ্যে সে মেঝ। দুই ভাই ব্যাংক কর্মকর্তা। ৭ শতক জায়গার ওপর নির্মাণ করা বাড়ির ছাদে ২০১৮ সালে বাগানটির কাজ শুরু করে। যা এখনো চলছে। এর আগে সে বাড়ির চারপাশে জায়গায় বিভিন্ন প্রজাতির ফল ও ঔষধি চারা রোপণ করেন। বর্তমানে বাগানে রয়েছে (ফলজ) মালটা, আম, লেবু, কমলা, আনার, ডালিম, সফেদা, জাম্বুরা, কমলা (চাইনা), পেয়ারা, বেল, কতবেল, লিচু, কামরাংগা, আমড়া, জলপাই, তেঁতুল (মিষ্টি), বড়ই, জাম্বুরা, তেজপাতা, দারুচিনি, গোল মরিচ, মেহেদি, আঙ্গুর, আপেল, আমলকী, গোপাল জাম, নাশপতি, আতা। ওষুধি গাছের মধ্যে রয়েছে- গর্জন, কফপাতা, তুলসি পাতা, কাটা জামিন, আলুবহেরা, নিমপাতা। ফুল গাছের মধ্যে রয়েছে- গোলাপ, গাদা, বেলী, পাতা বাহার, রক্তজবা, হাসনা হেনা, বাগান বিলাস, তালপাম্প, এক ঝুড়া। সবজির মধ্যে রয়েছে- টমেটো, বেগুন, ছোট বেগুন, মরিচ, সীম, জিংগা, চিচিংগা, মিষ্টি কুমড়া, কধু, পিয়াজ, পুদিনা, শষা, চাল কুমড়া, পোলাও পাতা, ক্যাপসিক্যাপ, ধনে পাতা, বরবটি। ১৯৭৭ সালের ১ জুন এই বৃক্ষপ্রেমি পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। সে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বাড়ির ছাদে বাগান করে জসিম এখন বেশ আলোচনায় ওঠে এসেছেন। জসিমের সঙ্গে তার সহধর্মিণী লতিফুর নাহার এই বাগানে প্রায় দিন পরিচর্চা করে থাকেন। জসিম উদ্দিন বলেন, ছোট বেলা থেকে তার শখ ছিল গাছের চারা রোপণ ও বাগান করা। ৪ তলাবিশিষ্ট বিল্ডিং এর ছাদে শখের বাগানটি তিনি করেছেন। বর্তমানে তিনশ টপে প্রায় দেড় লাখ টাকার গাছ রয়েছে। তাছাড়া চলতি সবজি মৌসুমে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। ওই সবজি বাগান থেকে প্রতিনিয়ত তার পরিবারের সদস্যদের জন্য রান্না করে থাকেন। পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবু মো. হাবিবুল্লাহ বাগানটি পরিদর্শন জানিয়েছেন, বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি কৃষিখাতে সারাদেশে অবদান রেখে যাচ্ছে। পৌরসভার ৪নং ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। ওই এলাকায় জসিম উদ্দিনের বাড়ির ছাদে দৃষ্টিনন্দন যে বাগান করা হয়েছে তা দেখার মতো। ওই বাগানে ফলজ, ঔষধিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। বাড়ির ছাদে প্রতিটি মানুষ এই ধরনের বাগান করে সাবলম্বী হওয়া সম্ভব। -বিকাশ চৌধুরী, পটিয়া, চট্টগ্রাম থেকে
×