ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় দুই শ’ মার্কিন সৈন্য থাকবে

প্রকাশিত: ০৭:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

 সিরিয়ায় দুই শ’  মার্কিন সৈন্য থাকবে

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৈন্য প্রত্যাহারের পর দেশটিতে প্রায় ২শ’ সৈন্য থেকে যাবে। হোয়াইট হাউস বৃহস্পতিবার এ কথা বলেছে। খবর এএফপির। হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, প্রায় ২শ’ মার্কিন সৈন্যের একটি ক্ষুদ্র শান্তিরক্ষী গ্রুপ একটি সময়ের জন্য সিরিয়ায় অবস্থান করবে। সিরিয়া থেকে ৩০ এপ্রিলের মধ্যে ট্রাম্পের ২ হাজার বা এমন সংখ্যক সৈন্যের প্রত্যাহার সিদ্ধান্তের তীব্র সমালোচনার মুখে ঘোষণাটি করা হলো। তার নিজের রিপাবলিকান পার্টির সদস্যরাও সিদ্ধান্তটি তীব্র সমালোচনা করছিলেন। ট্রাম্প ডিসেম্বরে বলেন, সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে পরাজিত করা হয়েছে। যদিও কয়েক হাজার জিহাদী তাদের সর্বশেষ ঘাঁটির চারদিকে অবস্থান করছে এবং লড়াই অব্যাহত রেখেছে। সমালোচকরা যুক্তরাষ্ট্রসমর্থিত কুর্দী বাহিনীর ওপর তুর্কী আক্রমণ ও আইএসের বিদ্রোহসহ বেশ কিছু সম্ভাব্য পরিণামের জন্য দ্রুত প্রত্যাহারের সমালোচনায় মুখর থেকেছেন। স্যান্ডার্স বিস্তারিতভাবে বিষয়টা জানাননি। কিন্তু ‘শান্তি রক্ষী’ নামের ক্ষুদ্র সেনাদলটি ইউরোপীয় সহযোগী সৈন্যদের জন্য শক্তি অর্জনে সুযোগ সৃষ্টি করতে পারে। অস্থায়ী প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শানাহান গত সপ্তাহে ইউরোপ সফর করেছেন। তিনি এ সফরে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সিরিয়ায় সৈন্য উপস্থিতি বজায়ে সহযোগীদের সশস্ত্র করার চেষ্টা করেন। কিন্তু অন্যান্য দেশ সিরিয়ায় সৈন্য অবস্থানে ঝুঁকি কেন নিচ্ছে সে ব্যাপারে দেশগুলোকে বোঝাতে চেষ্টা করেছেন। হোয়াইট হাউস সংক্ষেপে বলেছে, ট্রাম্প এর আগে বৃহস্পতিবার তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে কথা বলেন এবং তারা সিরিয়া বিষয় আলোচনা করেন।
×