ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গ্রন্থমেলায় শামছ-ই-আরেফিনের ‘লঙ্গনকন্যা’

প্রকাশিত: ০৯:২১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

 গ্রন্থমেলায় শামছ-ই-আরেফিনের ‘লঙ্গনকন্যা’

সংস্কৃতি ডেস্ক ॥ প্রতিশ্রুতিশীল গীতিকবি শামছ-ই-আরেফিনের রচনায় এবারের একুশে গ্রন্থমেলায় ‘লঙ্গনকন্যা’ কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। গ্রন্থে ৩২টি কবিতা রয়েছে। এ প্রসঙ্গে শামছ আরেফিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিয়োগান্তক-করুণ মৃত্যু নিয়ে বইটিতে একটি বিশেষ কবিতা রয়েছে। ‘লঙ্গনকন্যা’য় আমি প্রাকৃতিক সৌন্দর্য-নদী-ফুল-ফল, জীবন ও সমাজ থেকে শুরু করে রাজনীতি-সংশ্লিষ্ট বিষয় আশয়ে নিজস্ব উপলব্ধির অন্তর্নিহিত প্রতিচ্ছবি এঁকেছি অত্যন্ত অকুটিল ও প্রাঞ্জল ভাষায়। পাশাপাশি মানব মনের সহজাত প্রেম, মাতৃভূমির প্রতি নিখাঁদ ভালবাসার আলপনা একান্ত চিত্রকল্পও বইটিতে স্থান পেয়েছে। পাঠকরা বইটি সংগ্রহ করছে দেখে খুব ভাল লাগছে।
×