ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভিসা সেন্টার স্থাপন করছে ফিলিপিন্স

প্রকাশিত: ১০:৫৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

চট্টগ্রামে ভিসা সেন্টার স্থাপন করছে ফিলিপিন্স

বিডিনিউজ ॥ চট্টগ্রামে চালু হতে যাচ্ছে ফিলিপিন্সের ভিসা সেন্টার। বুধবার দুপুরে নগরীর আগ্রাবাদে মেট্রোপলিটন চেম্বারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্রাবাদ হোটেলেই এক অনুষ্ঠানে ভিসা সেন্টারটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ঢাকায় ফিলিপিন্সের রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লো এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভিসা সেন্টারটির কার্যক্রম পরিচালিত হবে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার পাম ভিউ ভবনের দ্বিতীয় তলায়। সংবাদ সম্মেলনে ঢাকার ফিলিপিন্স দূতাবাসের ভিসা কর্মকর্তা বার্লিন এ তলোসা বলেন, প্রতি বছর দুই থেকে তিন হাজার মানুষ বাংলাদেশ থেকে ফিলিপিন্স যায়। এই সংখ্যা আরও বাড়ছে। ‘চট্টগ্রাম থেকে অনেকে ভিসার জন্য আবেদন করেন। তাই আমরা এখানে ভিসা সেন্টার চালুর সিদ্ধান্ত নিয়েছি।’ সংবাদ সম্মেলনে ফিলিপিন্সের অনারারি কনসাল এম এ আউয়াল বলেন, চট্টগ্রামবাসীর সুবিধার জন্য এই ভিসা সেন্টারটি করা হচ্ছে। তিনি বলেন, ভারত ছাড়া কোন দেশ চট্টগ্রামে ভিসা প্রদান করে না। অন্য দেশের ভিসা পেতে হলে চট্টগ্রামের মানুষকে ঢাকায় গিয়ে মূল্যবান সময় ও অর্থ ব্যয় করতে হয়। বেশ কিছুদিন চেষ্টা করে চট্টগ্রাম থেকে ফিলিপিন্সেনর ভিসা দেয়ার প্রক্রিয়া চালুর বিষয়ে সফল হয়েছি।
×