ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বেলাল খান-অন্বেষার ‘বেঁচে থাকার জন্য’

প্রকাশিত: ১২:৫৪, ২৯ জানুয়ারি ২০১৯

বেলাল খান-অন্বেষার ‘বেঁচে থাকার জন্য’

স্টাফ রিপোর্টার ॥ ‘বেঁচে থাকার জন্য, দুহাত রাখার জন্য, অভিমানের জন্য, কেউ একজন লাগে।’ এই কথাগুলো যেন প্রতিটি মানুষের হৃদয়ের কথা। প্রতিটি মানুষ মনের অজান্তেই হয়ত এই প্রত্যাশাটুকু করে যায় প্রতিনিয়ত। আর গান তো মানুষের মনের কথাই বলে। উপরের কথাগুলো একটি গানের শুরুর কথা। যা আপনারা ইতোমধ্যে শুনেছেন এবং ভিডিও দেখেছেন। গানের শিরোনাম ‘বেঁচে থাকার জন্য’। জুলফিকার রাসেলের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অন্বেষা। সঙ্গীতায়োজনে ছিলেন মীর মাসুম। গত শনিবার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করে। গানের কথার সঙ্গে মিল রেখে হৃদয়স্পর্শী গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। এতে মডেল হয়েছেন মুশফির আর ফারহান (আর জে ফারহান) ও পারশা ইভানা। নিজের নতুন গান প্রসঙ্গে বেলাল খান বলেন- গানটির কথা অসাধারণ, সুর, সঙ্গীত এবং গায়কীতে আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। অন্বেষাও দারুণ গেয়েছে। ভিকি জাহেদের নির্মাণ সম্পর্ক নতুন করে কিছু বলার নেই। গানের সঙ্গে মিল রেখে সুন্দর মিউজিক ভিডিও নির্মাণ এবং ইভানা ও ফারহানের ভিন্নধর্মী রোমান্টিক দৃশ্য দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। শ্রোতা-দর্শকদের ভালবাসাই তার প্রমাণ। গানটি প্রকাশের পর থেকেই ভাল রেসপন্স পাচ্ছি। ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল ছাড়াও গানটি ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে শোনা যাচ্ছে।
×