ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উত্থানে শুরু পতনে শেষ শেয়ারবাজার

প্রকাশিত: ১১:৪১, ২৯ জানুয়ারি ২০১৯

উত্থানে শুরু পতনে শেষ শেয়ারবাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সকালে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সূচকের উত্থান দিয়ে শুরু হলেও শেষটা ছিল পতন দিয়ে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের কোম্পানিগুলো থেকে বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে দেশের উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক কমেছে। একই সঙ্গে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন কমেছে। অন্যদিকে জুন ক্লোজিং শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে দিনটিতে। যার কারণে ওই সব শেয়ারের দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত কয়েক দিনের মতো শেয়ারবাজারের সকালটাও ছিল উজ্জ্বল। বেশিরভাগ শেয়ারের দর বাড়ার সঙ্গে সঙ্গে সূচকও বাড়ছিল। কিন্তু শেয়ারবাজারের সূচক ও ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতির মনস্তাত্ত্বিক বাধা শেষ পর্যন্ত কাটাতে পারেনি বিনিয়োগকারীরা। ফলে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এমনকি ইন্স্যুরেন্স খাতের বেশ কিছু শেয়ারের দিনটিতে ক্রেতা ছিল না। দিনশেষে ডিএসইর ডিএসইএক্স ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৪ পয়েন্টে অবস্থান করছে। তবে অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৯ ও ২০৪৬ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে কমেছে। ডিএসইতে ১ হাজার ৯ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৮৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৮ কোটি টাকার। এদিকে ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৫টির বা ৩০ শতাংশের, কমেছে ২১৩টির বা ৬২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির বা ৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। কোম্পানিটির ৪৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৯৮ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে গ্রামীণফোন এবং ৩৪ কোটি ৮৪ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স। সার্বিক লেনদেন উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক, ইস্টার্ন হাউজিং, এশিয়া ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং ইনটেক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দর। আর ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×