ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তালের আঁশের শিল্পকর্ম

প্রকাশিত: ০৪:৪৫, ২৬ জানুয়ারি ২০১৯

 তালের আঁশের শিল্পকর্ম

তালের আঁশের তৈরি খেলনাসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে অনেকেই। বগুড়ার মো. জামাল উদ্দিন তালের আঁশের তৈরি এসব কুটির শিল্প ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে সংসার চালাচ্ছেন। শুধু ফরিদপুর নয় দেশের অন্যসব জেলাতেও তিনি ঘুরে বেড়ান নিজ হাতে তৈরি তালের আঁশের তৈরি সামগ্রী নিয়ে। এই শিল্প বিক্রি করে সংসারে সাফল্য এসেছে। আত্মীয়স্বজন ও নিজ পরিবারের সকলকে ভরণ-পোষণ করে দু’-চার পয়সা সঞ্চয় করেন। এক সন্তানকে লেখাপড়া করাচ্ছেন অপর এক মেয়েকে বিয়েও দিয়েছেন এই শিল্পের বিক্রি অর্থ দিয়ে। তিনি জানান আমাদের বগুড়ার এই পাঁচ খুরা কাহালু গ্রামের পাঁচ ছয় শ’ মানুষ এই তাল গাছের আঁশ দিয়ে শিল্প তৈরি করে জীবিকা নির্বাহ করে। তালের আঁশের শিল্পকে আরও আধুনিক পর্যায়ে নিয়ে যেতে সরকারী সহযোগিতা প্রয়োজন। -অভিজিৎ রায়, ফরিদপুর থেকে
×