ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঘায় বালুদস্যুদের হামলায় এসিল্যান্ডসহ আহত ৩

প্রকাশিত: ০৪:২৩, ২০ জানুয়ারি ২০১৯

বাঘায় বালুদস্যুদের হামলায় এসিল্যান্ডসহ আহত ৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাঘায় পদ্মা নদীর বালুঘাট পরিদর্শনে গিয়ে অবৈধ বালুদস্যুদের হামলার শিকার হয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েশ, তার নিরাপত্তা প্রহরী পলিন ও গাড়িচালক রাজু। এদের মধ্যে এসিল্যান্ড ইমরুল কায়েশ ও গাড়ি চালক রাজুকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত এসিল্যান্ডের নিরাপত্তা কর্মী পলিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বেলা দেড়টার দিকে বাঘা উপজেলার হরিরামপুর পদ্মানদীর বালু মহালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগের বালুদস্যুরা ঘটনাস্থল ত্যাগ করেছে। স্থানীয় প্রশাসনেও এ নিয়ে উত্তেজনা চলছে। ঘটনার খবর পেয়ে রাজশাহী জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসর শাহীন রেজা ও বাঘা থানার ওসি মহসিন আলী ঘটনাস্থরে পৌঁছেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কয়েকদিন ধরে বাঘা উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীর হরিরামপুর এলাকায় অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করছিল স্থানীয় প্রভাবশালী নওসাদ আলী ও তার সহযোগীরা। খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি-(এসি ল্যান্ড) ইমরুল কায়েস পদ্মা নদীর হরিরামপুর এলাকায় পরিদর্শনে গিয়ে বালু উত্তোলনকারীদের সঙ্গে বালু তোলার কারণ জানতে চান। এ সময় বালুদস্যু খ্যাত নওসাদ এসিল্যান্ডকে জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি রয়েছে। এ সময় এসিল্যান্ড ইউএনওকে ফোন দিতে চাইলে উত্তেজিত হয়ে পড়ে বালুদস্যু নওসাদ ও তার সহযোগীরা। পরে নওসাদের নেতৃত্বে বালু উত্তোলনে নিয়োজিত ১৫-২০ জনের একটি দল লাঠি সোঠা নিয়ে এসিল্যান্ডের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় নিরাপত্তাকর্মী পলিন এগিয়ে আসলে তাকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়। একইভাবে গাড়িরচালক রাজুকেও পিটিয়ে আহত করে বালুদস্যুরা। পরে আশপাশের লোকজন গিয়ে এসিল্যান্ড, তার নিরাপত্তাকর্মী ও গাড়ির চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে নিরাপত্তাকর্মী পলিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার চোখে গুরুতর আঘাত লেগেছে। বাউফলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৯ জানুয়ারি ॥ বাউফলে প্রচ- ঠা-াজনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বাড়ছে শ্বাস কষ্ট রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি। জানা গেছে, গত ৪৮ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও নিউমোনিয়ায় অর্ধশত শিশুকে আউটডোরে চিকিৎসা দেয়া হয়েছে। ভর্তি করা হয়েছে। ২৫ জনকে। এদের বয়স এক-দুই বছরের মধ্যে। বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এএসএম সায়েম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ আর আই, সিবিএ ও নিউমোনিয়ায় আক্রান্তদেরই ভর্তি করা হচ্ছে এবং এদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
×