ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

প্রকাশিত: ০৭:০১, ১৬ জানুয়ারি ২০১৯

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় দায়িত্বরত দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। প্রত্যাহারের ইচ্ছা অনুযায়ী জোট প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে। তবে নিরাপত্তার কারণে আমরা নির্দিষ্ট সময়, জায়গা ও সেনাদের চলে যাওয়ার কথা বলতে পারছি না বলে জানান কর্নেল সিয়ান রিয়ান। সিরিয়ায় মাথাচাড়া দিয়ে ওঠা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী দল ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূল করতে ২০১৪ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেখানে যুদ্ধ শুরু করে। সিরিয়ার গৃহযুদ্ধে আইএসের বিরুদ্ধে লড়াইরত দেশটির সরকারবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থন দিচ্ছিল। এমনকি ২০১৭ সালের শুরু দিকে জোট বাহিনী সিরিয়ার সরকারী বাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। সূত্র : ইন্টারনেট
×