ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইইউর প্রতি পোপ

মাল্টায় আটকে পড়া অভিবাসীদের সঙ্গে সংহতি প্রকাশ করুন

প্রকাশিত: ০৩:৪৪, ৯ জানুয়ারি ২০১৯

মাল্টায় আটকে পড়া অভিবাসীদের সঙ্গে সংহতি প্রকাশ করুন

পোপ ফ্রান্সিস মাল্টা উপকূলে এনজিওর বিভিন্ন জাহাজে আটকা পড়া ৪৯ অভিবাসীর সঙ্গে ‘গভীর সংহতি’ প্রকাশে রবিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মাল্টা এসব অভিবাসীকে দেশটির ভূখ-ে প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এএফপি। এসব উদ্ধার জাহাজকে বন্দরে প্রবেশের সুযোগ দিতে অস্বীকৃতি জানানো ইতালি ও মাল্টা রবিবার তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। রোমের সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হাজার হাজার লোকের উদ্দেশ্যে ফ্রান্সিস বলেন, ভূমধ্যসাগর থেকে এনজিওর দুটি জাহাজের সাহায্যে উদ্ধার করা ৪৯ অভিবাসী বিগত কয়েকদিন ধরে জাহাজ থেকে নামার অপেক্ষায় রয়েছেন। তিনি বলেন, আমি এসব লোককে সম্মান জানাতে গভীর সংহতি প্রকাশে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। এসব অভিবাসীর কেউ কেউ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে সমুদ্রে আটকে থাকায় তাদের সঙ্কটাপন্ন অবস্থা নিয়ে ক্রমেই উদ্বেগ বেড়ে যাওয়ায় ইউরোপীয় কমিশনও তাদের মেনে নিতে ইইউর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
×