ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ডিএমএসের ব্যানারে আসিফ আকবরের ‘চল পালাই’

প্রকাশিত: ০৬:৫৩, ৮ জানুয়ারি ২০১৯

ডিএমএসের ব্যানারে আসিফ আকবরের ‘চল পালাই’

স্টাফ রিপোর্টার ॥ বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। ২০১৯ সালের প্রথম গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই শিল্পী। গানের শিরোনাম ‘চল পালাই’। গানটিতে যুবরাজের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন পাপড়ি। মাহমুদ জুয়েলের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিশ। গানটির ভিডিও নির্মাণে ছিলেন সৈকত নাসির। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। আসিফ আকবরের গানে যেমন শ্রোতাদের পাগল করার অদৃশ্য এক শক্তি আছে, তেমনি তার ভিডিও মানেই নতুনত্ব। নতুন ঢং, নতুন রূপ। প্রতিটি গানের ভিডিওতেই আসিফ আকবর হাজির হন নতুন ঢংয়ে, নতুন রূপে। তার সঙ্গে থাকে একাধিক চমক। ‘চল পালাই’ গানটিতেও একাধিক নতুন ঢং আর রূপে হাজির হচ্ছেন যুবরাজ। আর চমক হিসেবে থাকছে পায়েল মুখার্জী। কলকাতার এই তারকা জুটি বেঁধেছেন বাংলার যুবরাজের সঙ্গে। গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ২০১৯ এ আসিফ আকবর ‘চল পালাই’ গানের মাধ্যমে সবাইকে স্বাগতম জানাচ্ছে। এটি একটি তারুণ্যের প্রেমের গান। পাপড়ি অনেক ভাল গায়। মাহমুদ জুয়েল ভাইয়ের সঙ্গে অনেক দিন পর আবার কাজ করলাম ভাল লাগছে। ভিডিওতে সৈকত নাসির তার কারিশমা দেখিয়েছে। পায়েল মুখার্জী কলকাতার মেয়ে, খুব ভাল পরফর্ম করেছে গানটিতে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ১০ জানুয়ারি বৃহস্পতিবার তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘চল পালাই’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
×