ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নতুন বছরে বেসরকারী খাতে ১০ শতাংশ বেতন বাড়বে

প্রকাশিত: ০৪:২৫, ৮ জানুয়ারি ২০১৯

নতুন বছরে বেসরকারী খাতে ১০ শতাংশ বেতন বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন বছরে দেশের বেসরকারী খাতে গড়ে ১০ শতাংশ বেতন বাড়বে বলে ‘বাংলাদেশ টোটাল রেম্যুনারেশন সার্ভে (টিআরএস)’ শীর্ষক এক জরিপে উঠে এসেছে। ২০১৮ সালে বাংলাদেশে পরিচালিত গবেষণার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত মার্শ এ্যান্ড ম্যাকলেনান কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান মার্সার। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। মার্সার দেশের ভেতরে ভোগ্যপণ্য, লাইফ সায়েন্স, কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং, হাইটেক সেক্টর, পাইকারি ও খুচরা প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সেক্টরের ৯০টিরও বেশি প্রতিষ্ঠানের ওপর এই জরিপটি পরিচালনা করে। স্বাস্থ্য, সম্পদ ও ক্যারিয়ার অগ্রগতিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সার ৪৪টি দেশের ২৩ হাজারের বেশি কর্মী নিয়ে ১৩০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারী খাতে বেতন বৃদ্ধি পাওয়ার বিষয়টি পাশাপাশি জরিপে উল্লেখ করা হয়েছে, বিশেষ কিছু প্রতিষ্ঠানে জরিপের ক্ষেত্রে দেখা গেছে সেলস, ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স বিষয়ে দক্ষদের নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেশি।
×