ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিবিএস টিভির অনুষ্ঠানে কংগ্রেস সদস্য ওকাসিও কর্টেজ

শীর্ষ ধনীদের ওপর ৭০ শতাংশ কর আরোপের প্রস্তাব

প্রকাশিত: ০৪:২১, ৭ জানুয়ারি ২০১৯

শীর্ষ ধনীদের ওপর ৭০ শতাংশ  কর আরোপের প্রস্তাব

মার্কিন কংগ্রেসে নির্বাচিত এ পর্যন্ত সবচেয়ে কমবয়স্ক নারী সদস্য আলোকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ শীর্ষ ধনীদের ওপর ৬০ থেকে ৭০ শতাংশ কর আরোপের প্রস্তাব করে এক আলোড়ন সৃষ্টির মধ্য দিয়ে এ সপ্তাহে তার দায়িত্ব মেয়াদ শুরু করেছেন। খবর এএফপির। প্রান্তিক শ্রমিক মা-বাবার মেয়ে ২৯ বছর বয়স্ক নিউইয়র্কার ওকাসিও কর্টেজ তার নির্বাচনী প্রচারে এ লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বলেন, জনগণ করের ন্যায্য অংশটুকু দেবেন। এ করপ্রস্তাব ‘গ্রিন নিউ ডিল’ হিসেবে আখ্যায়িত উচ্চাভিলাষী কর পরিকল্পনার অংশ। এর লক্ষ্য ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন উচ্ছেদ করা। এ স্ব আখ্যায়িত ডেমোক্র্যাটিক সোস্যালিস্ট এ কর পরিকল্পনায় অর্থায়নের জন্য অত্যন্ত ধনীদের ওপর ৭০ শতাংশ পর্যন্ত কর আরোপের প্রস্তাব করেন। তিনি বলেন, এ পরিকল্পনায় দ্রুত পরিবর্তন হতে যাচ্ছে যা এখনি আমরা সম্ভব বলে ধারণাই করতে পারছি না। সংশ্লিষ্ট বিষয়ে আমাদের প্রযুক্তিগত সামর্থ্য নিয়ে চেষ্টা চালানোর জন্য সমস্যা কোথায়? রোনাল্ড রিগান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে ১৯৬০- এর দশকে আরোপিত প্রগতিশীল কর ব্যবস্থার উল্লেখ করেন তিনি। ওই সময় শীর্ষ আয়ের আমেরিকানরা ৭০ শতাংশ কর প্রদান করেছেন। ওকাসিও কর্টেজ বলেন, আপনারা লক্ষ্য করছেন, আমাদের কর হার ৬০-এর দশকের। প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজস্ব সংক্রান্ত সংস্কারের পর বর্তমানে শীর্ষ প্রান্তিক করের হার হচ্ছে ৩৭ শতাংশ। ট্রাম্পের আগে এ হার ছিল ৩৯ দশমিক ৬ শতাংশ। ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, ১ কোটি ডলার আয় করেন এমন প্রায় ১৬ হাজার আমেরিকান প্রত্যেকে ৭০ শতাংশ আয়কর দিলে প্রতিবছর কেন্দ্রীয় সরকারের আয় দাঁড়াবে ৭২ বিলিয়ন ডলার।
×