ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুত বিলে দিশেহারা গ্রাহক

প্রকাশিত: ০৭:০৫, ৫ জানুয়ারি ২০১৯

 কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুত বিলে দিশেহারা গ্রাহক

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুত বিলে দিশেহারা অর্ধলাখের বেশি গ্রাহক। মিটার রিডিংয়ের তুলনায় বিল পরিশোধ করতে হচ্ছে দ্বিগুণ আবার কোথাও তিনগুণের বেশি। এ বিষয়ে বিদ্যুত অফিসে একাধিকবার অভিযোগ করলেও কাজ হয়নি। তবে কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধে তৎপর থাকবে মিটার রিডাররা। কুমিল্লা সদর উপজেলার বিদ্যুত অফিস। প্রতিমাসেই এখানে অতিরিক্ত বিলের কাগজ নিয়ে হাজির হচ্ছেন গ্রাহকরা। ভুতুড়ে বিলে দিশেহারা, এ অঞ্চলের অর্ধলাখেরও বেশি গ্রাহক। মিটার রিডিংয়ের তুলনায় বিল দেয়া হচ্ছে দ্বিগুণ। আবার কোথাও তিনগুণেরও অধিক। বিদ্যুত উন্নয়ন বোর্ড, কুমিল্লা বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর অধীনে এসব গ্রাহক। এ বিপুল গ্রাহকের বিপরীতে মিটার রিডার মাত্র ১৮ জন। অতিরিক্ত বিলের বিষয়ে মিটার রিডাররা জানান, কম্পিউটারের ত্রুটি হতে পারে আবার দেখার ভুলও হতে পারে।
×