ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ২০১৯ সাল হবে ঘটনাবহুল

প্রকাশিত: ০৬:৫৯, ৪ জানুয়ারি ২০১৯

  এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়  অঞ্চলের জন্য ২০১৯ সাল হবে ঘটনাবহুল

২০১৯ সালে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় কি ঘটতে পারে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। পরিস্থিতি কোন দিকে যেতে পারে সে ব্যাপারে তারা নিশ্চিত নন। গত বছর মার্কিন-চীনা বাণিজ্যযুদ্ধ, কোরীয় উপদ্বীপে অপ্রত্যাশিত তবে সম্পর্কে দ্রুত বরফ গলা, মালয়েশিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন এবং উজবেস্তিানের নতুন প্রেসিডেন্টের অধীনে চলমান দ্রুত সংস্কার প্রক্রিয়া লক্ষ্য করা যায়। চ্যানেল নিউজ এশিয়া। একইভাবে এই বছরও এ অঞ্চল বিভিন্ন ঘটনা ঘটনা ঘটবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এ বছর ইন্দোনেশীয়রা তাদের পরবর্তী প্রেসিডেন্টের জন্য ভোট দেবেন। একই সঙ্গে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে এসব দেশে নতুন প্রধানমন্ত্রীদের দেখা যেতে পারে। এ বছর চীন সমাজতন্ত্র প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী পালন করবে। কোরিয়ান শান্তি আলোচনার ক্ষেত্রে কি ঘটছে তার ওপর বিশ্বের নজর থাকবে। এ অঞ্চলে ট্রাম্প কি কি পদক্ষেপ নেয় সেসব বিষয়ও সবার দৃষ্টি কাড়বে। এ বছর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়া থেকে মধ্য এশিয়ামুখী প্রবণতা এবং রাশিয়ার দক্ষিণ থেকে অস্ট্রেলীয়মুখী প্রবণতা দেখা যেতে পারে। এই বছর এ অঞ্চলে অনেক কোম্পানিই ভাল ব্যবসার আভাস দিচ্ছে। তারা ভারত এবং চীনের বাজারে ব্যবসার বেশ সুযোগ দেখছে।
×