ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কাছে ফের ধরাশায়ী হলেন হেভিওয়েট প্রার্থী

প্রকাশিত: ০৪:০০, ২ জানুয়ারি ২০১৯

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কাছে ফের ধরাশায়ী হলেন হেভিওয়েট প্রার্থী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১ জানুয়ারি ॥ ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থী মজিবুরের কাছে আবার ধরাশায়ী হলেন আওয়ামী লীগের কাজী জাফরউল্যাহ। নির্বাচনে কাজী জাফরউল্যাহ ৪৯ হাজার ৯৪৫ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত হন। ২০১৪ সালে কাজী জাফরউল্যাহ মজিবুর রহমানের কাছে পরাজিত হয়েছিলেন ২৬ হাজার ৫২ ভোটের ব্যবধানে। এ বছর সে ব্যবধান বেড়ে হয়েছে ৪৯ হাজার ৯৪৫ ভোট। ফরিদপুর-৪ সংসদীয় আসনটি ভাঙ্গা ও চরভদ্রাসন উপজেলা এবং কৃষ্ণপুর ইউনিয়ন ব্যতীত সদরপুর উপজেলা নিয়ে গঠিত। পাঁচ বছর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্যাহকে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন ‘বহিরাগত’ মজিবুর রহমান। (প্রসঙ্গত সে সময় মজিবুর রহমান পাশের মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। অবশ্য ওই নির্বাচনে বিজয়ের পর তিনি ভাঙ্গার আজিমপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে জমি কিনে বাড়ি বানান।) ওই নির্বাচনে ক্ষুব্ধ এলাকাবাসী মজিবুরকে ভোট দিয়েছিল নৌকার মাঝি পরিবর্তনের জন্য। মজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট আত্মীয় (বঙ্গবন্ধুর ভাগিনা ইলিয়াস চৌধুরীর ছেলে)। তিনি বিজয়ী হলে এ আসনটি আওয়ামী লীগের কব্জায় থাকবে বলে আশা করেছিল এলাকাবাসী। কিন্তু গত পাঁচবছরে আওয়ামী লীগে যোগ দেননি মজিবুর রহমান, তিনি তার নিজস্ব স্বতন্ত্র সত্তা অক্ষুণœ রেখে চলেছেন। জানা গেছে, এ বিষয়টি এবারের নির্বাচনী প্রচারে পুঁজি করেছিলেন আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্যাহ ও তার সমর্থকরা। তাদের দাবি ছিল, স্বতন্ত্র সংসদ সদস্য গত পাঁচ বছরেও নৌকার মাঝি হতে পারেননি। তিনি নৌকার মাঝি হবেন প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোঁকা দিয়েছেন। এবার নির্বাচনে তাকে (মজিবুর) প্রত্যাখ্যান করবে এলাকার জনগণ। এর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের আশা ছিল ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। এ কারণে সে নির্বাচনে বিএনপির ভোট পেয়েছিলেন মজিবুর। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ট্রলি চালক নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ট্রেনে কাটা পড়ে দারোয়ানি রেলস্টেশনের কাছে আজিজুল ইসলাম (৫২) নামে এক পাওয়ার ট্রলিচালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে নীলফামারী হতে খুলনাগামী আন্তঃনগর রূপসা ট্রেনের সঙ্গে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের সাহাপাড়া গ্রামের মৃত কাইলঠা মামুদের ছেলে।
×