ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

খাশোগি হত্যা ॥ ১৫ ঘাতকের ছবি প্রকাশ

প্রকাশিত: ০৫:০১, ২১ ডিসেম্বর ২০১৮

  খাশোগি হত্যা ॥ ১৫ ঘাতকের  ছবি প্রকাশ

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে জড়িত ১৫ সদস্যের সৌদি স্কোয়াডের ছবি প্রকাশ করেছে তুরস্কের গণমাধ্যম। বুধবার এ ছবিগুলো প্রকাশ করা হয়। খাশোগিকে হত্যা করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে আসা ১৫ জনের সবাইকে এতে দেখানো হয়েছে। আল জাজিরা। সম্ভাব্য ঘাতকদের ছবি প্রকাশ করার জন্য ইস্তানবুল পুলিশ ও তুরস্কের গোয়েন্দা সংস্থা শহরজুড়ে ৮০ এলাকার ১৪৭ ক্যামেরার সাড়ে তিন হাজার ঘণ্টার ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে। তারা এ ছবিগুলো দিয়ে একটি ভিডিও ফুটেজ তৈরি করে। ভিডিও ফুটেজ অনুসারে- এ হত্যার কয়েক ঘণ্টা আগে সৌদি আততায়ী দলকে তুরস্কে আসতে দেখা গেছে। তারা সৌদি কনস্যুলেট ও কনস্যুলারের আবাসিক ভবনে প্রবেশ করেন। পরে হত্যা শেষে তারা তুরস্ক থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন। ভিডিও ফুটেজে আব্দুল আজিজ মোহাম্মদ আল হাওসাইক এবং সৌদ আল কাহতানিকে দেখা গেছে। তাদের মধ্যে প্রথম জন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা দলের সদস্য। অন্য জন যুবরাজের একান্ত সহকারী হিসেবে পরিচিত।
×