ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চীনা নির্বাহীর আটকাদেশে হস্তক্ষেপ করতে পারেন ট্রাম্প

প্রকাশিত: ০৬:৪৫, ১৩ ডিসেম্বর ২০১৮

  চীনা নির্বাহীর আটকাদেশে হস্তক্ষেপ করতে  পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে জানিয়েছেন যে, তিনি কানাডায় আটক চীনা হুয়াওয়ে কোম্পানির নির্বাহীর আটকাদেশের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন। যদি এটি চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিকে প্রভাবিত করতে সহায়ক হয় তাহলে তিনি কাজটি করবেন। যদিও যুক্তরাষ্ট্রে চীনা নির্বাহীর বিরুদ্ধে মামলা রয়েছে। এদিকে কানাডার আদালত মেং ওয়াংঝৌকে (৪৬) জামিন দিয়েছে। তিন দিনের শুনানি শেষে এক কোটি কানাডিয়ান ডলারে তার জামিন হয়। শর্ত অনুযায়ী তাকে পায়ের গোড়ালিতে সর্বক্ষণিক একটি নজরদারি ডিভাইস পরে থাকতে হবে। খবর এএফপির। ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘন করায় হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা মেংকে মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে আটক করা হয়। তবে বেজিং তার আটকাদেশে ভ্যাঙ্কুবারের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ফলে চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। রয়টার্সের সাংবাদিকের প্রশ্ন ছিল প্রেসিডেন্ট কি মেংয়ের মামলায় বিচার বিভাগে হস্তক্ষেপ করবেন কিনা? ট্রাম্প তখন বলেন, এই দেশের জন্য যায়-ই ভাল হোক তাই আমি করব। যদি আমি মনে করি এটি অবশ্যই ভাল যেজন্য সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হতে পারে তবে সেটি অবশ্যই করব। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে, যা করছি তা জাতীয় নিরাপত্তার জন্য ভাল। যদি আমি মনে করি, এটি প্রয়োজনীয় তবে অবশ্যই আমি তাতে হস্তক্ষেপ করব।
×