ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রাসায়নিক অস্ত্র ব্যবহার

রাশিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের

প্রকাশিত: ০৬:৩৫, ৯ ডিসেম্বর ২০১৮

রাশিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের

সিরীয় বিদ্রোহীদের রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে বানোয়াট গল্পের জন্য রাশিয়ার বিরুদ্ধে শুক্রবার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রে ও ব্রিটেন এবং তারা নাজুক অস্ত্রবিরতি নস্যাতের বিরুদ্ধে মস্কোকে সতর্ক করে দিয়েছে। খবর এএফপির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিদ্রোহীরা ২৪ নবেম্বর সিরীয় প্রশাসন নিয়ন্ত্রিত শহর আলেপ্পোতে ক্লোরিনযুক্ত অস্ত্র ব্যবহার করেছে এবং সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া বলেছে যে, প্রায় ১শ’ সিরীয়কে শ্বাসজনিত সমস্যার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। রাশিয়ার দাবিকৃত ওই হামলার জবাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী ও জঙ্গীদের সাম্প্রতিক বড় ঘাঁটি ইদলিবে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় সেপ্টেম্বরের মাঝামাঝিতে স্বাক্ষরিত একটি অস্ত্রবিরতি চুক্তিকে প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, এর কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যে, ক্লোরিন গ্যাস ব্যবহারের কথা মিথ্যা এবং রুশ ও সিরীয় সৈন্যরা উপরন্তু কাঁদানে গ্যাস ছুড়েছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র রবার্ট প্যালাডিনো এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত উদ্বিগ্ন যে সিরীয় প্রশাসনের কর্মকর্তারা হামলা এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার (অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অব কেমিক্যাল উইপনস) যথাযথ তদন্তের আগে তারা সম্ভাব্যভাবে নমুনা ধ্বংস ও স্থানটি দূষিত করার জন্য অনুমতি দিয়েছে।
×