ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল হচ্ছে সুনামগঞ্জে

প্রকাশিত: ০৪:৪৪, ৮ ডিসেম্বর ২০১৮

 পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল হচ্ছে সুনামগঞ্জে

স্টাফ রিপোর্টার ॥ হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জে কোন সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নেই। বিভাগীয় শহর সিলেটের সঙ্গে এ জেলার যাতায়াতের ব্যবস্থাও খুব একটা সুগম নয়। তাই এ জেলার সব মানুষ যথাযথ চিকিৎসা সেবা পান না বেশিরভাগ ক্ষেত্রেই। এ সমস্যা দূর করার পাশাপাশি এ জেলার চিকিৎসা শিক্ষার উন্নয়নে একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন বিদেশী সহায়তা ছাড়া সরকারের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক হাজার ১০৭ কোটি ৮৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্পের কাজ শুরু হচ্ছে চলতি নবেম্বর মাসেই, যা ২০২১ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ সূত্রে এমন তথ্য জানা গেছে। সূত্র জানায়, ‘সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ স্থাপন’ শীর্ষক এ প্রকল্প বাস্তবায়িত হলে সুনামগঞ্জ ও এর আশপাশের এলাকার জনসাধারণের আধুনিক এবং বিশেষায়িত সেবা পাওয়াটা সহজ হবে। একইসঙ্গে এ জেলায় মৃতুহার কমবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পটি স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদফতর বাস্তবায়ন করবে। পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেয়া প্রকল্পের প্রস্তাবনায় উল্লেখ, এর আওতায় একটি বেজমেন্টসহ আটতলা ভিতের আটতলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে একটি। থাকবে বেজমেন্টসহ নয়তলা ভিতের নয়তলা একাডেমিক ভবন একটি। আটতলা ভিতের আটতলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে একটি। ছয়তলা ভিতের ছয়তলা ইন্টার্নি ডক্টরস ভবন নির্মাণ করা হবে একটি। ১০ তলা ভিতবিশিষ্ট ১০ তলা সিঙ্গেল ডক্টরস একোমোডেশন ভবন নির্মাণ করা হবে একটি। ছয়তলা ভিতবিশিষ্ট ছয়তলা স্টাফ নার্স ডরমিটরি ভবন নির্মাণ করা হবে একটি। ছয়তলা ভিতের ছয়তলা স্টাফ ডরমিটরি ভবন নির্মাণ করা হবে একটি। ছয়তলা ভিতবিশিষ্ট ছয়তলা নার্সিং কলেজ একাডেমিক ভবন নির্মাণ করা হবে একটি। আটতলা ভিতবিশিষ্ট আটতলা স্টুডেন্ট নার্স হোস্টেল ভবন নির্মাণ করা হবে একটি। দু’তলা ভিতবিশিষ্ট দু’তলা টিচিং মর্গ এ্যান্ড মরচুয়ারি ভবন নির্মাণ করা হবে একটি। চারতলা ভিতের চারতলা অডিটরিয়াম ভবন নির্মাণ করা হবে একটি। তিনতলা ভিতবিশিষ্ট তিনতলা লন্ড্রি ভবন নির্মাণ করা হবে একটি। চারতলা ভিতবিশিষ্ট চারতলা মসজিদ ভবন নির্মাণ করা হবে একটি। পাঁচতলা ভিতবিশিষ্ট পাঁচতলা আবাসিক ভবন নির্মাণ করা হবে চারটি। এছাড়া, মেডিক্যাল ও অফিস যন্ত্রপাতি এবং আসবাবপত্র সংগ্রহ করা হবে। প্রকল্পের আওতায় প্রয়োজনীয় ভূমিও অধিগ্রহণ করা হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আবদুল মান্নান বলেন, ‘দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের মানুষজন একটি পূর্ণাঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চাইছেন। বর্তমান সরকার স্থানীয় মানুষদের এ চাওয়া বাস্তবায়ন করছেন। এই হাসপাতালটি নির্মিত হলে হাওড়ের জনসাধারণ উন্নতমানের অর্থাৎ রাজধানীর সমমানের স্বাস্থ্যসেবা পাবেন। এছাড়া, হাওড়সহ দেশের মেধাবী ছাত্রছাত্রীদের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এ মেডিক্যাল কলেজ ভূমিকা রাখবে। সর্বোপরি স্থানীয় জনসাধারণের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’ এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ক্রমান্বয়ে দেশের সব জেলায় একটি করে মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত রয়েছে সরকারের। এরই অংশ হিসেবে এটি নির্মিত হচ্ছে। সুনামগঞ্জে মেডিক্যাল কলেজ হাসপাতাল নির্মিত হলে হাওড়াঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা অনেকাংশে নিশ্চিত করা যাবে। তখন আর উন্নত চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষদের রাজধানীতে ছুটে আসতে হবে না।’
×