ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ থিয়েটারের ৩২তম বর্ষপূর্তি উৎসব-২০১৮

প্রকাশিত: ০৭:১১, ৬ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ থিয়েটারের ৩২তম বর্ষপূর্তি উৎসব-২০১৮

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থিয়েটারের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আগামী ৭, ৮ ও ৯ ডিসেম্বর শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী নাট্য উৎসব। উৎসব আয়োজনে থাকছে আনন্দ শোভাযাত্রা, বিভিন্ন সংগঠনের উপস্থাপনা মঞ্চমেলা, মুক্তমঞ্চে পথনাটকের প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান, দলীয় তিনটি প্রযোজনা ‘সী মোরগ’, ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ ও খন্দকার শাহ আলমের একক অভিনয় প্রযোজনা ‘আমি’ নাটকের বিশেষ প্রদর্শনী। এছাড়াও উৎসবে বাংলাদেশ থিয়েটার নাট্যরতœ পদক প্রদানসহ বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে তিনদিনব্যাপী এই বিশেষ আয়োজন সাজানো হয়েছে তিন দিনের উৎসব। উৎসবের অন্যতম আকর্ষণ তিনটি নাটকের মঞ্চায়ন। তিন দিনের উৎসবের প্রথম দিন ‘সী মোরগ’ নাটকের ১৭৪তম মঞ্চায়ন হবে। নাট্যকার আসাদুল্লাহ ফারাজী রচিত, হুমায়ুন কবির হিমু নির্দেশিত, বাংলাদেশ থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা নাটক ‘সী-মোরগ’ মঞ্চস্থ হবে। উৎসবের দ্বিতীয় দিন আব্দুল আজিজের নবনাট্যরূপ ও নির্দেশনায় ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’ এবং শেষ দিন মাহবুব আলম রচিত, ড. আইরিন পারভীন লোপা নির্দেশিত, খন্দকার শাহ আলম অভিনীত একক নাটক ‘আমি’ মঞ্চস্থ হবে।
×