ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিওএর নতুন সভাপতি জেনারেল আজিজের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ০৭:০৮, ৬ ডিসেম্বর ২০১৮

বিওএর নতুন সভাপতি জেনারেল আজিজের দায়িত্ব গ্রহণ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি জেনারেল (এলপিআর) আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মঙ্গলবার অলিম্পিক ভবনে বিওএ’র নবনির্বাচিত সভাপতি জেনারেল আজিজ আহমেদের কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের শুরুতে জেনারেল শফিউল হক, নবনির্বাচিত সভাপতি জেনারেল আজিজ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ক্রীড়া ক্ষেত্রে অনন্য অবদান বিশেষ করে বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে প্রথমবারের মতো রিও অলিম্পিক গেমসে বাংলাদেশের ১ ক্রীড়াবিদের সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন, বাংলাদেশ যুব গেমসের সফল আয়োজনের স্বীকৃতি ও সব মাল্টি স্পোর্টস গেমসে অংশগ্রহণ, ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের ক্রমউন্নতির জন্য গত ২৮ নবেম্বর এ্যানক লাভ করেন। বিশ্বের সব অলিম্পিক কমিটির প্রতিনিধির মধ্য থেকে মাত্র তিন ক্রীড়া ব্যক্তিত্ব এই বিরল সম্মানে ভূষিত হন। তার এই অর্জন বিশ্ব ক্রীড়ায় বাংলাদেশের মুখ সমুজ্জ্বল করেছে। উল্লেখ্য, সৈয়দ শাহেদ রেজা ২০১৪ সালে সন্মানিত হয়েছিলেন। এই অর্জনে বিওএর বিদায়ী এবং নবনির্বাচিত সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সব কর্মকর্তা মহাসচিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিওএ-র নবনির্বাচিত সভাপতিকে স্বাগত জানান বিওএর বিদায়ী সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। স্বাগত বক্তব্যে বিওএর নবনির্বাচিত সভাপতি ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের বিওএর পক্ষ থেকে জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে নবনির্বাচিত সভাপতি জেনারেল আজিজ আহমেদ ফুল ও ক্রেস্ট প্রদান করেন।
×