ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সহিংসতা মানব না ॥ ম্যাক্রোঁর হুঁশিয়ারি

প্রকাশিত: ০৪:১৭, ৩ ডিসেম্বর ২০১৮

 সহিংসতা মানব না ॥ ম্যাক্রোঁর হুঁশিয়ারি

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এয়ার্সে জি-২০ সম্মেলন চলাকালে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যদানকালে প্যারিসে ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের নিন্দা জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন। খবর এএফপির। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে বিক্ষোভটি শুরু হলেও পরে তা সহিংসতায় রূপ নেয়। ম্যাক্রোঁ বলেন, আমি কখনই সহিংসতা মেনে নেব না। পুলিশের ওপর হামলা কখনই সমর্থনযোগ্য নয়। যে কারণে ব্যবসায়ী, পথচারী বা সাংবাদিকরা হুমকির সম্মুখীন হয়েছেন। সহিংসতার জন্য দায়ীরা কোন পরিবর্তন চান না। তারা উন্নতি চান না। তারা বিশৃঙ্খলা চায়। তাদেরকে চিহ্নিত করে বিচারের সম্মুখীন করা হবে। আমি সবসময় বিতর্ককে সম্মান জানাই এবং আমি সবসময় বিরোধীদের কথা শুনি তবে কখনই সহিংসতা গ্রহণ করি না। ম্যাক্রোঁ জানান, রবিবার দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করবেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘ইয়েলো ভেস্ট’ প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে ১৬৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার প্যারিসের কেন্দ্রস্থল শঁজ এলিজে এভিনিউ ও এর আশপাশে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ও জল কামান ব্যবহার করে পুলিশ। জ্বালানির মূল্য বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে প্রায় তিন সপ্তাহ ধরে ফ্রান্সজুড়ে সরকারবিরোধী প্রতিবাদ বিক্ষোভ চলছে। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ বিক্ষোভে ট্যাক্সি চালকদের ব্যবহৃত ইয়েলো ভেস্ট পরে অংশগ্রহণ করেন প্রতিবাদকারীরা। এ কারণে এই প্রতিবাদটি ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন হিসেবে পরিচিতি পেয়েছে।
×