ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার গল্পের নাটক ‘ব্যানার’

প্রকাশিত: ০৭:৩৩, ২ ডিসেম্বর ২০১৮

মুক্তিযোদ্ধার গল্পের নাটক ‘ব্যানার’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে এক ঘণ্টার বিশেষ নাটক ‘ব্যানার’। একজন মুক্তিযোদ্ধার গল্পভিত্তিক নাটকটি রচনা করেছেন প্রথিতযশা নাট্যকার শেখ সানিয়াত কবির বাবু। আর নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জি পি সাধন। উত্তরবঙ্গের অন্যতম জেলা শহর গাইবান্ধার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত ‘ব্যানার’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী মামুনুর রশীদ। আরও আছেন পীরজাদা হারুন, শেলী আহসান, মাহমুদ আলম, সাজু মাহাদি, সেলজুক তারিক, মহসিন পলাশ, উর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে। এছাড়া নাটকের স্থানীয় এক ঝাঁক মঞ্চশিল্পী অভিনয় করেছেন। নাটকের চিত্রগ্রহণ করেছেন আরমান হোসাইন। সহকারী পরিচালক হান্নান শাহ। নাটকটি আগামী ১৩ ডিসেম্বর রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। ‘ব্যানার’ নাটকের গল্পে দেখা যাবে ছাত্র রাজনীতির সঙ্গে গভীর ঘনিষ্ঠতা থাকায় পার্টির ব্যানার ফেস্টুন, চিকা লিখতে লিখতে কখন যেন জীবনের মূল্যবান সময়টুকু পার করে দিয়েছে শিবুদা। ছাত্র জীবনে ভাল আঁকিয়ে ছিল শিবুদা। তাই পোস্টার, ব্যানার ও চিকার দায়িত্ব ছিল তার ওপর। চাকরির বয়সটা কখন যে পার করে ফেলে শিবুদা জানে না। স্বাধীনচেতা শিবুদা প্রয়োজনের তাগিদে ব্যানার লিখে সংসারের খরচ মেটাতে থাকে। কন্যা সন্তানের জনক হওয়ায় দায়িত্বটা আরও ভারি হয়। মুক্তিযোদ্ধা শিবুদা মুক্তিযুদ্ধকে পুঁজি করে কোন বাড়তি সুবিধা না নেয়নি। মানুষের বিপদেও পাশে দাঁড়ায় বিভিন্নভাবে। দুজন দুজনের প্রতি ভালবাসা প্রতিবেশীদের অবাক করে।এক সময় স্থানীয় লোকজন বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধা শিবুদাকে নির্বাচন করে। শিবুদাও বিজয় দিবস উদ্যাপনে অভ্যস্ত। তবে মাত্রাতিরিক্ত পরিশ্রম ও মেয়ে মাটির সেমিস্টারের টাকার চিন্তা শিবুদাকে শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দিতে থাকে। রাত ১২টা এক মিনিট থেকে বিজয় দিবসের দিন শুরু হবে। বিজয় দিবসের কাজগুলো শেষ করতে মরিয়া শিবুদা। তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের ব্যানার লিখতে লিখতে এক সময় ব্যানারের ওপর ঢলে পরে শিবুদা।
×