ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৬:৪৪, ২ ডিসেম্বর ২০১৮

অ ন ্য র ক ম

বাগানের শহর যেভাবে পরিণত হলো ভাগাড়ে বিশ্বজুড়ে প্রতিদিন যে পরিমাণ প্লাস্টিক দ্রব্য সাগরে ভেসে যাচ্ছে তার নব্বই ভাগই বয়ে নিয়ে যায় দশটি নদী। আর এই দশটির মধ্যে আটটি হলো এশিয়ায় আর দুটি আফ্রিকায়। আফ্রিকার নদী দুটি হলো নীল নদ আর নাইজার নদী। আর এই নাইজার নদীর মুখেই গড়ে উঠেছে নাইজিরিয়ার পোর্ট হারকোর্ট শহর, যেটি এক সময় সুপরিচিত ছিল বাগানের শহর হিসেবে। অথচ এখন ভিন্ন দৃশ্য। সেখানে তীব্র দুর্গন্ধ, বর্জ্য ও ময়লার স্তুপ। সেখানে ঘুরে বেড়াচ্ছে কুকুর আর শূকরের মতো প্রাণী। কাছেই আবার মানুষের বসতিও রয়েছে। অথচ এখানেই এক সময় জেলেদের আনাগোনা বেশি থাকত মাছের জন্য। অনেক জেলে মাছ ধরতে না পেরে এখন কাঁদছে। কেউ কেউ এখনও নদীতে আসে এবং সারারাত ধরে জাল পাতে কিন্তু শেষ পর্যন্ত শূন্য হাতেই তাদের ফিরে যেতে হয়। প্লাস্টিক এ নদীটি থেকে মাছ তাড়িয়ে দিয়েছে। নদীর যে চ্যানেলটির কাছে শহরটি অবস্থান সেখানে তাকালে এটিকে এখন কোন নদীর অংশ মনে হবে না কারও। হাজার হাজার প্লাস্টিক সামগ্রী ভেসে বেড়াচ্ছে এদিকে সেদিকে। -বিবিসি জন্মের পরপরই বদল করতে বলেছিল ! আফগানিস্তানের মেয়ে নার্গিসের জন্মের পর সবাই তার বাবাকে পরামর্শ দিয়েছিল বদল করে একটি ছেলে বাচ্চা নিয়ে আসতে। তবে লোকের কথায় কান না দিয়ে সেদিন নার্গিসের বাবা যে ভুল করেননি সেটাই প্রমাণ করে দিলেন তিনি। কাবুল বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে স্নাতক হন তিনি। নার্গিসের জন্মের পর তার ফুফু ও অন্যান্য আত্মীয়রা তার মাকে অনেক চাপ দিয়েছিল, যেন তিনি (নার্গিসের মা) তার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেন। তবে নার্গিসের মা অনুমতি দিতে রাজি হননি বলে তখন সবাই তার বাবাকে পরামর্শ দিল কারও ছেলে বাচ্চার সঙ্গে যেন তাকে বদলে নেয়া হয়। গ্রামে এমন একটা পরিবার পাওয়াও গেল, যারা নিজেদের ছেলেকে দিতে রাজিও হয়েছিল। তখন নার্গিসের বাবা বলেছিলেন তিনি কিছুতেই সন্তান বদল করবেন না। কেননা তিনি সন্তানদের ভালবাসেন। একদিন তিনি প্রমাণ করবেন ছেলেরা যা পারে মেয়েরাও তাই-ই করতে পারে। পুত্র সন্তান জন্ম দিতে না পারায় নার্গিসের মাকে নিয়মিত মানুষের খোটা ও কটু মন্তব্য শুনতে হতো। গ্রামের বহু পরিবারই তাদের সঙ্গে মিশত না।-বিবিসি
×