ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যুবরাজের সঙ্গে বৈঠকে খাশোগি হত্যার বিষয় তুলব ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:০১, ১ ডিসেম্বর ২০১৮

 যুবরাজের সঙ্গে বৈঠকে  খাশোগি হত্যার বিষয়  তুলব ॥ ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন, জি-২০ সম্মেলন চলাকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে সাংবাদিক জামাল খাশোগির হত্যা ও ইয়েমেন পরিস্থিতি উত্থাপনের পরিকল্পনা তার রয়েছে। খবর গার্ডিয়ানের। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে যাওয়ার সময় বিমানে উপস্থিত সাংবাদিকদের মে বলেন, আমি যুবরাজ বিন সালমানের সঙ্গে কথা বলতে চাই। আমি তাদের যে বার্তা দিব তা খুবই স্পষ্ট। তাদের সঙ্গে জামাল খাশোগি হত্যা ও ইয়েমেন বিষয়ে কথা বলব। খাশোগি হত্যার বিষয়ে আমরা চাই পূর্ণ ও স্বচ্ছ তদন্ত। যাতে তাকে হত্যা করা ব্যক্তিদের ভাগ্যে কি ঘটেছে এবং অবশ্যই দোষীদের বিষয়ে বিস্তারিত বিবরণ চাই। ইয়েমেনের বিষয়ে আমরা মানবিক পরিস্থিতি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা চাই ইয়েমেন যুদ্ধের দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান এবং আমরা সব পক্ষকেই আসলে এর সন্ধানে এবং এ লক্ষ্যে কাজ করতে উৎসাহিত করব। যুবরাজ বিন সালমানের নির্দেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী ইয়েমেনে অভিযান শুরু করে। যার সমাপ্তি ঘটাতে পশ্চিমা দেশগুলো আহ্বান জানিয়েছে। মে তার ব্রেক্সিট চুক্তি নিয়ে আন্তর্জাতিকভাবে সুনাম রক্ষায় আশাবাদী হয়ে বুয়েনস আয়ার্সে গেছেন। সেদিক থেকে তিনি সৌদি ও রুশ নেতাদের সঙ্গে আলোচনায় বসতে একটি কূটনৈতিক পরিবেশ সৃষ্টি করেছেন। বুয়েনস আয়ার্সে দু’দিনের সম্মেলনে তিনি বিশ্বনেতাদের সঙ্গে ছয়টি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোন বৈঠক করবেন না। সম্প্রতি ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রীর ব্রেক্সিট চুক্তির সমালোচনা করেছেন এবং একে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাব্য সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন।
×