ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইরানে ভূমিকম্পে আহত ছয় শতাধিক

প্রকাশিত: ০৩:৫৪, ২৭ নভেম্বর ২০১৮

ইরানে ভূমিকম্পে আহত ছয় শতাধিক

ইরানের পশ্চিমাঞ্চলীয় ইরাক সীমান্তে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্পে ছয় শতাধিক লোক আহত হয়েছেন। রবিবার রাতে ইরানের অন্তত সাতটি প্রদেশে ভূমিকম্পটি অনুভূত হয় বলে সোমবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খবর ওয়েবসাইট। এসব প্রদেশগুলোর মধ্যে কেরমানশাহ প্রদেশেই ভূমিকম্পটি সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে। ছয় শতাধিক লোক আহত হলেও কেউ নিহত হয়েছেন বলে কোন খবর হয়নি। আহতদের অধিকাংশ ছোটখাটো আঘাত পেয়েছেন। টেলিভিশনে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘আহত লোকের সংখ্যা ৬৪৬ জনে দাঁড়িয়েছে। সামান্য জখম হওয়ায় এদের অধিকাংশকেই হাসপাতালে পাঠানো হয়নি।’ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মাহমুদ মোহাম্মদি নসব কেউ নিহত হননি বলে টেলিভিশনকে জানিয়েছেন। টেলিভিশনে সারপোল ই জাহাব শহরের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখানো হয়েছে। গত বছর ৭.৩ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে এই শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর থেকেই শহরটির কিছু বাসিন্দা গৃহহীন ছিলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সোমবার সকালে সারপোল ই জাহাবে ৫.২ ও ৪.৬ মাত্রার দুটি পরাঘাত অনুভূত হয়েছে। শীত সত্ত্বেও পরাঘাতের আশঙ্কায় শহরটির অনেক বাসিন্দা রাস্তায়ই রাত কাটিয়েছেন।
×