ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভারতে সম্মাননা পেলেন তাপস

প্রকাশিত: ০৪:১১, ২৫ নভেম্বর ২০১৮

 ভারতে সম্মাননা পেলেন তাপস

সংস্কৃতি ডেস্ক ॥ চলতি বছর ভারত থেকে ‘দাদা সাহেব ফালকে এক্সলেন্সি এ্যাওয়ার্ড ২০১৮’ ও ‘মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার-২০১৮’ পেয়েছিলেন সঙ্গীতশিল্পী, মিউজিশিয়ান ও গানবাংলা চ্যানেলের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস। এবার তৃতীয়বারের মতো ভারত থেকে সম্মাননা পেলেন তিনি। গত ১৯ নবেম্বর সোমবার রাতে মুম্বাইয়ে মেয়র হলে গ্লোবাল মিউজিক কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জ’-এর জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসেবে তাকে ‘আজতক এ্যাচিভার এ্যাওয়ার্ডসে’ ভূষিত করা হয়। পাঞ্জাবী সুফি গায়ক জাসপিন্দার নারুলার হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। কৌশিক হোসেন তাপস বলেন, গ্লোবাল মিউজিক কোলাবরেশন প্রজেক্ট ‘উইন্ড অব চেঞ্জে’র জন্য আমাকে সম্মানিত করায় আজতক এ্যাচিভার এ্যাওয়ার্ডসে’র বিচারকম-লী ও আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এ সম্মাননা আমি দেশের মানুষকে উৎসর্গ করছি।
×