ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মধু দা’র চরিত্রে ওমর সানী

প্রকাশিত: ০৪:১০, ২৫ নভেম্বর ২০১৮

 মধু দা’র চরিত্রে ওমর সানী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সকল ছাত্র আন্দোলনের সূতিকাগার হিসেবে বেশ পরিচিত। যে মধু দা’র নামে পরিচিত এ ক্যান্টিন তাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের আগে ও পরের সময়কালের নানান ঘটনা নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করছেন খ্যাতিমান পরিচালক সাঈদুর রহমান সাঈদ। চলচ্চিত্রের নামও দেয়া হয়েছে ‘মধুর ক্যান্টিন’। চলচ্চিত্রের কাহিনী সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ রবিবার বিকাল ৪টায় নতুন এ চলচ্চিত্রের মহরত হবে। চচলচ্চিত্রে মধুদা’র চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ওমর সানী । এ প্রসঙ্গে ওমর সানী বলেন, এটা হবে আমার অভিনয় জীবনের অন্যতম একটি চলচ্চিত্র। ঐতিহাসিক প্রেক্ষাপটের এই চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি তাই অনুভূতি ভিন্ন ধরনের। আর এমন চরিত্রে কাজ করার আগে প্রস্তুতি হিসেবে আমি মধুদা’র পরিবারের সঙ্গে কথা বলেছি। যেমন জেনেছি, মধুদা অনেক জোরে কথা বলতেন না এবং মুখে সবসময়ই হাসি থাকতো উনার। আর মুখে দাড়িও ছিল না। আমি সেভাবেই পর্দায় নিজেকে উপস্থাপন করার চেষ্টা করব এবং সেই সঙ্গে আমি চাই এ চলচ্চিত্রের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর হাত প্রসারিত হোক, সকলে এগিয়ে আসুক। আমার বিশ্বাস, নির্মাতা সাঈদ ভাইকে এ চলচ্চিত্রেরর জন্য বিশ্ববিদ্যালয়গুলো পৃষ্ঠপোষকতা করলে কাজটি আরও সুন্দর হবে। নির্মাতা সাঈদুর রহমান সাঈদ জানান, এ চলচ্চিত্রের বিশেষ চরিত্রে অভিনয় করবেন চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এছাড়া এ সৈয়দ হাসান ইমাম, অঞ্জু ঘোষ, পলাশ মোহসিন, সোহানা সাবাকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শকরা দেখতে পাবেন।
×