ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিল্ক ল্যাবসকে কিনে নিল এ্যাপল

প্রকাশিত: ০৫:০৪, ২৩ নভেম্বর ২০১৮

 সিল্ক ল্যাবসকে কিনে নিল এ্যাপল

স্মার্টফোন ও স্মার্ট হোম ডিভাইসের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক পারসোনাল এ্যাসিস্ট্যান্ট প্রযুক্তি নির্মাতা স্টার্টআপ সিল্ক ল্যাবসকে কিনে নিয়েছে এ্যাপল। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাইট রেজিস্ট্রারের প্রতিবেদন মতে, স্মার্ট হোম ডিভাইসগুলোতে এ্যাপলের এআই সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ‘নীরবে’ এই ক্রয়চুক্তি করা হয়েছে। তবে এ ক্ষেত্রে অর্থের কোন অংক প্রকাশ করা হয়নি। বর্তমানে সিল্ক ল্যাবসে প্রায় এক ডজন কর্মী কাজ করছে আর প্রতিষ্ঠানটির তহবিলে প্রায় ৪০ লাখ ডলার রয়েছে। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, সিল্ক ল্যাবস হচ্ছে মজিলার সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ্যান্দ্রেস গালের ধারণা থেকে বানানো স্টার্টআপ। মোবাইল অপারেটিং সিস্টেম ফায়ারফক্স ওএস-ও গালের বানানো। আইফোন নির্মাতা প্রতিষ্ঠান এ্যাপল বর্তমানে এআইচালিত পণ্যগুলো উন্নত করতে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে। এসব পণ্যের মধ্যে হোমপড স্মার্ট স্পিকারও উল্লেখযোগ্য। -অর্থনৈতিক রিপোর্টার
×