ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভারতের অমৃতসরে ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড হামলা, নিহত তিন

প্রকাশিত: ০৪:০২, ১৯ নভেম্বর ২০১৮

 ভারতের অমৃতসরে  ধর্মীয় অনুষ্ঠানে  গ্রেনেড হামলা,  নিহত তিন

ভারতের রাজস্থান রাজ্যের অমৃতসরের আদিলওয়াল গ্রামে নিরানকারি বাওয়ানে রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় বাইকে করে এসে জনতার ওপর গ্রেনেড হামলা চালায় অজ্ঞাতপরিচয় আততায়ীরা। এতে তিন জন নিহত ও ২৫ জন আহত হন। গ্রামের গুরুদ্বারে নিরাঙ্কারি সম্প্রদায়ের একটি অনুষ্ঠান চলার সময়ই হামলার ঘটনাটি ঘটে। দুপুর বারোটার সময় এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। প্রত্যক্ষদর্শীরা জানান, জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের পর গ্রেনেডও ছোড়া হয়। দুটি বাইকে করে এসে মুখোশধারী আঁততায়ীরা এই হামলা চালায়। ২৫ জন এই হামলায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কোন কোন সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী কয়েকজন মারাও গিয়েছেন এই নাশকতায়। অমৃতসর বিমানবন্দর থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে সন্ত্রাসের ঘটনা বলেই মনে করছে পুলিশ। এলাকায় পাঠানো হয়েছে পুলিশ বাহিনী। তিনজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন পাঞ্জাব পুলিশের ডেপুটি কমিশনার কমলদীপ সিং। গুরুতর আহত দশজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। হামলা চালানোর সময় গুরুদ্বারের ভেতর অন্তত দুই শ’ ৫০ জন ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
×