ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমী উদ্যোগ ‘শিল্পী পল্লী’

প্রকাশিত: ০৬:৪৫, ১২ নভেম্বর ২০১৮

ব্যতিক্রমী উদ্যোগ ‘শিল্পী পল্লী’

সংস্কৃতি ডেস্ক ॥ নিবেদিত একদল সংস্কৃতি কর্মী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের উলাব গ্রামে গড়ে তুলছেন ‘শিল্পী পল্লী’। ১০০ জন সদস্যের উদ্যোগে ১০০০ শতাংশ জমিতে এই শিল্পী পল্লী গড়ে তোলা হচ্ছে। এখানকার সদস্যদের মধ্যে সঙ্গীত শিল্পী, যন্ত্রশিল্পী, ছায়ানটের শিক্ষক এবং শিল্পীদের সঙ্গে অনেক সরকারী কর্মকর্তাও আছেন। সংস্কৃতি কর্মীদের স্বাবলম্বী এবং পরিবারের আবাসন নিরাপত্তার লক্ষে ্এ ‘শিল্পী পল্লী’ গড়ে তোলা হচ্ছে। স্থানীয় গ্রামবাসী, ওয়ার্ড কাউন্সিলর, থানা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং রাজউক চেয়ারম্যান ‘শিল্পী পল্লী’ গড়ে তুলতে নানাভাবে উৎসাহিত করছেন। ‘শিল্পী পল্লী’ উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সংস্কৃতি প্রেমিক জামাল হোসেন, সঙ্গীত শিল্পী এবং ছায়ানটের সঙ্গীত শিক্ষক তপন মজুমদার, বিটিভির কর্মকর্তা ও ঊর্ধতন যন্ত্রশিল্পী রবীন্দ্রনাথ পাল। এ প্রসঙ্গে জামাল হোসেন বলেন, আমাদের শিল্পী পল্লী গ্রামের সঙ্গে গড়ে উঠছে। ভবিষ্যতে যাতে এখানে গ্রামীণ পরিবেশ বজায় থাকে সেজন্য আমরা ২০ তলা বিল্ডিং নির্মাণ করছি, যেখানে ১০০ পরিবারের বসবাসের ব্যবস্থা থাকবে।এর মাধ্যমে জমির ব্যবহার কমিয়ে আমরা গ্রামীণ পরিবেশ বজায় রাখতে পারব বলে মনে করি। আরেক উদ্যোক্তা তপন মজুমদার জানান ‘শিল্পী পল্লী’তে স্কুল, বাজার এবং খেলার মাঠ থাকবে। দেশীয় সংস্কৃতি চর্চার ব্যবস্থা থাকবে। শিল্পীদের আর্থিক স্বচ্ছলতায় উদ্বৃত্ত জমিতে গরুর খামার, শাক-সবজি চাষাবাদ, বায়োগ্যাস প্রকল্প অন্তর্ভূক্ত থাকবে। রবীন্দ্রনাথ পাল বলেন ভবিষ্যতে সুস্থ, স্বাস্থ্যবান এবং সংস্কৃতিমনা জাতি গঠনে শিল্পী পল্লীতে সুস্থ সংস্কৃতি চর্চার ক্ষেত্র তৈরি করা হবে। আমরা শিল্পীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে প্রচেষ্টা চালাব। ‘শিল্পী পল্লী’ ধারণাটি উপমহাদেশে এই প্রথম। এখানে শিক্ষিত, সংস্কৃতিবান প্রজন্ম যে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×