ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

১৬ কোটি টাকা মুনাফা বেশি দেখিয়েছে এমজেএল বিডি

প্রকাশিত: ০৫:৩০, ১২ নভেম্বর ২০১৮

১৬ কোটি টাকা মুনাফা বেশি দেখিয়েছে এমজেএল বিডি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশের অধীনস্থ কোম্পানিসহ (সাবসিডিয়ারি) ২০১৭-১৮ অর্থবছরের সমন্বিত আর্থিক হিসাবে প্রায় ১৬ কোটি টাকার বেশি নিট মুনাফা দেখানো হয়েছে। যা নিয়ে কোম্পানিটির নিরীক্ষক আপত্তিকর মন্তব্য করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, এমজেএল বাংলাদেশসহ এর সাবসিডিয়ারি কোন কোম্পানিতে শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করা হয় না বলে নিরীক্ষক জানিয়েছে। এর মাধ্যমে এমজেএল বাংলাদেশের ২০১৭-১৮ অর্থবছরের সমন্বিত হিসাবে ১৫ কোটি ৭৮ লাখ টাকার বেশি নিট মুনাফা দেখানো হয়েছে। যা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হিসাবে ০.৫২ টাকা বেশি দেখানো হয়েছে। এদিকে এমজেএল বাংলাদেশের একক হিসাবে ১১ কোটি ৬৫ লাখ টাকার বেশি নিট মুনাফা দেখানো হয়েছে। এক্ষেত্রে ০.৩৯ টাকা বেশি ইপিএস দেখানো হয়েছে। উল্লেখ্য, রবিবার লেনদেন শেষে এমজেএল বাংলাদেশের শেয়ার দর দাঁড়িয়েছে ৯৬.৫০ টাকায়।
×