ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ০৪:১১, ৩ নভেম্বর ২০১৮

 আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশের নাট্যকার সাইমন জাকারিয়ার নাটক বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব আইটিআইয়ের সন্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। ‘পুরাণের সাইমনীয় পাঠ ও একটি টিপ্পনী’ শিরোনামে ওই সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ভারতের পশ্চিমবঙ্গের বিখ্যাত সংবাদপত্র দ্য টেলিগ্রাফের নাট্যসমালোচক অংশুমান ভৌমিক। আলোচনায় অংশ নেন ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম নাট্যগবেষক ড. আশিস গোস্বামী ও বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা। সেমিনারে সভাপতিত্ব করেন নাট্যনির্দেশক-চলচ্চিত্রকার নাসিরউদ্দীন ইউসুফ। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের এই সেমিনার আয়োজনে সহযোগিতা করেছ ভাবনগর ফাউন্ডেশন ও উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্র ‘সাধনা’। সেমিনারে অধ্যাপাক আবদুস সেলিম, আইটিআইয়ের বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেব প্রসাদ দেবনাথ, সাধারা লুবনা মরিয়ম, নাট্যব্যক্তিত্ব আক্তারুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংস্কৃতি কর্মীরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
×