ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

কানাডার আন্তর্জাতিক নাট্যোৎসবে পুরস্কৃত ‘কঞ্জুস’

প্রকাশিত: ০৪:১০, ৩ নভেম্বর ২০১৮

 কানাডার আন্তর্জাতিক নাট্যোৎসবে পুরস্কৃত ‘কঞ্জুস’

স্টাফ রিপোর্টার ॥ কানাডার নোভা স্কশিয়ায় অনুষ্ঠিত লিভারপুল ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভেলে বাংলাদেশের লোক নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা তারিক আনাম খান রূপান্তরিত এবং লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটক ‘কঞ্জুস’ অংশগ্রহণ করে। গত ২০ অক্টোবর লিভারপুলের ঐতিহ্যবাহী ‘এস্টর থিয়েটার স্টেজ’-এ কঞ্জুসের ৭১৫তম প্রদর্শনী হয়। উৎসবে বিশ্বের দশটি দেশের নির্বাচিত নাটকসমূহ প্রদর্শিত হয়। উল্লেখিত উৎসবে অংশগ্রহণের জন্য লোক নাট্যদলের ১২ সদস্যের একটি দল গত ১৭ অক্টোবর কানাডায় পৌঁছায়। দলের অধিকর্তা লিয়াকত আলী লাকীর নেতৃত্বে আরও যারা উৎসবে অংশগ্রহণ করেন তারা হলেন স্বদেশ রঞ্জন দাসগুপ্ত, সাবিনা বারী লাকী, সামসুদ্দিন আহমেদ সাগর, মনিরুল হক সরকার, রুবেল শঙ্কর, আজিজুর রহমান সুজন, মাসউদ সুমন, খাদিজা মোস্তারী মাহিন, পলি কুজুর ও শাহরিয়ার কামাল। উক্ত উৎসবে বিশ্বের দশটি দেশের মধ্যে বাংলাদেশ ৪টি ক্যাটাগরিতে নমিনেশন পায়। নমিনেশনগুলো হলো ‘আউটস্ট্যান্ডিং মেইল এ্যাকটর’ (স্বদেশ রঞ্জন দাসগুপ্ত), ‘আউটস্ট্যান্ডিং সাপোর্টিং এ্যাকটর-২জন’ (আজিজুর রহমান সুজন এবং মাসউদ সুমন)। ‘আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন (কঞ্জুস)। এর মধ্যে দুটি পুরস্কার অর্জন করে। পুরস্কার হলো হলো ‘আউটস্ট্যান্ডিং সাপোটিং এ্যাকটর’ (আজিজুর রহমান সুজন) এবং ‘আউটস্ট্যান্ডিং ভিজ্যুয়াল প্রডাকশন (কঞ্জুস)। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যালিফেক্সের গবর্নর, কাউন্সিলর এবং সম্মানিত ব্যক্তিবর্গ। উৎসবে অংশগ্রহণ শেষে লোক নাট্যদলের সদস্যরা কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত বাংলাভাষী সংষ্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ ইতোমধ্যে ৭১৪তম মঞ্চায়ন সম্পন্ন করেছে। কানাডার উৎসবে নাটকটির ৭১৫তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে দেশের বিভিন্ন এলাকাসহ ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে। একাধিক আন্তর্জাতিক উৎসবে অর্জন করেছে সম্মানজনক পুরস্কার।
×