ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আফগান বংশোদ্ভূত ওমর রিপাবলিকান প্রার্থী

প্রকাশিত: ০৩:৫৮, ৩ নভেম্বর ২০১৮

  আফগান বংশোদ্ভূত ওমর রিপাবলিকান প্রার্থী

আফগান বংশোদ্ভূত মার্কিন অভিবাসী ওমর কুদরত মনে করেন, একই সঙ্গে একজন মুসলিম ও রিপাবলিকান এবং তার এ দুটি অস্তিত্বে কোন বৈপরীত্য রয়েছে বলে তিনি স্বীকার করেন না। ওমর সত্যিকারভাবে এতটাই প্রত্যয়ী যে, তার রিপাবলিকান পার্টি এখনও একটি বহুমুখী দল, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় বাগাড়ম্বরতা রয়েছে। ওমর রিপাবলিকান দলের টিকেটে ক্যালিফোর্নিয়ার ৫২তম ডিসট্রিক্টে কংগ্রেস সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওমর এএফপিকে বলেন, আমার মধ্যে আমেরিকান বৈশিষ্ট্য রয়েছে। আমি এ দেশে জন্মেছি এবং বেড়ে উঠেছি। ওমরের মা-বাবা ছিলেন আফগানিস্তান থেকে আসা অভিবাসী। ওমর বলেন, আমাদের দলটি অত্যন্ত বহুমুখী। আমি কেবল এ বিষয়েই বলছি না এবং এ বিষয়টিকে আমাদের কথা বলায় এক নম্বরেও রাখতে চাই না। আমার প্রতি কংগ্রেসের অনেক বর্তমান সিনিয়র সদস্যের সমর্থন রয়েছে। এ সমর্থনে আমার জাতিগত ও ধর্মীয় দিকটি সম্পৃক্ত নয়। তারপরও বাস্তবতা হচ্ছে, নির্বাচনে জয়ী হলে ৩৭ বছর বয়স্ক ওমরই হবেন মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য। বর্তমানে প্রতিনিধি সভার ২ জন মুসলিম সদস্য রয়েছেন। এরা হচ্ছেন কীথ এলিসন ও আন্দ্রে কারসোল-এরা দুজনই ডেমোক্র্যাট দলের। কিন্তু জাতিগত বিষয়টি ওমরের জন্য কোন বিষয় নয়। তিনি বলেন, কংগ্রেসের জন্য আমার প্রতিদ্বন্দ্বিতা বাস্তবতার সঙ্গে সম্পৃক্ত এবং তার ভাষায় ‘আইডেনটিটি পলিটিক্স’ তিনি বাতিল করে দেন। তিনি বলেন, আমি মনে করি না যে, জাতিগত পরিচিতি এ যোগ্যতার মাপকাঠি এবং এ জন্য তিনি কিছুসংখ্যক মুসলিক সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষের এদেশে প্রবেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞার প্রতি নিন্দা প্রকাশের হিড়িকে যোগ দেননি। উপরন্তু, তিনি যুক্তি দেখিয়েছেন, প্রতিরক্ষা দফতরের একজন সাবেক কর্মী হিসেবে তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ে সজাগ রয়েছেন। একই সময় তিনি কেলেঙ্কারি-কলঙ্কিত সহকর্মী ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান ডানকাম হান্টার সম্পর্কে কথা বলা এড়িয়ে যান। ডানকান মিশ্র ফিলিস্তিনী ও মেক্সিকান বংশোদ্ভূত এক ডেমোক্র্যাটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সতর্কতা উচ্চারণ করে বলেছেন, উগ্রপন্থী মুসলিমরা মার্কিন সরকারে অনুপ্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছেÑ যদিও তার প্রতিপক্ষ একজন খ্রীস্টান। ওমর লসএ্যাঞ্জেলেসের এক সহিংস এলাকায় বেড়ে ওঠেন। এখানে রাস্তাগুলোতে দুর্বৃত্তের তৎপরতা এবং গুলিবর্ষণ ঘটনা এক স্বাভাবিক বিষয়। দুর্বৃত্তদের একটি দল তাকে যখন প্রথম বারের মতো সংগ্রহ করতে চেষ্টা করে তখন তিনি ছিলেন ফিফ্থ গ্রেডে এবং এর এক বছর পর তাকে একটি আগ্নেয়াস্ত্র দেয়া হয় ২৫ ডলারে বিক্রির জন্য। অস্ত্রটি ছিল ২৫ মি মি পিস্তল। ওমর সম্প্রতি ইউনিভার্সিটি অব সানদিয়েগো আয়োজিত এক ছাত্র সমাবেশে বলেন, আমি আপনাদের বলছিÑ কেন আমি একজন রিপাবলিকান। আমি সরকারে বিশ্বাস করি না। আমার বিশ্বাস জনগণের ওপর। তিনি মিথ্যে প্রতিশ্রুতি দেয়ার জন্য ডেমোক্র্যাটদের দোষারোপ করেন। তিনি প্রসঙ্গক্রমে তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী স্কট পিটার্সের নাম উল্লেখ করেন। ওমর ৯-১১-এর সন্ত্রাসী হামলার ১০ বছর পর আফগানিস্তানে প্রতিরক্ষা দফতরে কাজ করেন। তিনি চেষ্টা করেন দেশের বিচার ব্যবস্থার উন্নতি সাধনের জন্য। আইন ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর তার ডিগ্রী রয়েছে। তিনি এরপর গুয়ানতানামো বে কারাগারে আটকদের প্রক্রিয়া বিষয়ক সামরিক প্রসিকিউটরের অফিসে কাজ করেছেন। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রকে আফগানিস্তানে যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং তা করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে এবং তা হলে আফগানিস্তান সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য আর নিরাপদ আশ্রয়ে পরিণত হবে না। তিনি বলেন, জয়ী হলে তার প্রশ্যাশা হচ্ছে তিনি সশস্ত্রবাহিনী ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কংগ্রেস কমিটি তার অভিজ্ঞতা কাজে লাগাবেন। -ইয়াহু নিউজ
×