ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৭:৩১, ২৬ অক্টোবর ২০১৮

কবিতা

ভাগ করে নেবো... দেবব্রত কর দুলু তোমার কোন সময়জ্ঞান নেই, বিকেল থেকে বসিয়ে রেখেছো আমায়। আমারো কোন মাত্রাজ্ঞান নেই, বসেই আছি তোমার অপেক্ষায়। জানি না কখন আসবে কাছে তুমি, কখন তোমার দেখা পাবো আমি? সন্ধ্যে হলে আসবে না তা জানি। তোমার আসার বাঁধাটাও মানি, কোথায় যেন নূপুর ধ্বনি শুনি, নাকি তোমার চুড়ির রিনিঝিনি? বলবো কথা করেছিলাম কল্পনা, মিথ্যে হলো আমার সকল জল্পনা, সকাল থেকেই সাজিয়ে ছিলাম ভাবনা, বুঝে গেছি আজকে তুমি আসবে না ॥ ** শুধু রবীন্দ্রনাথই বিশ্বকবি কাজী রফিকুল ইসলাম রবীন্দ্রনাথ এলেন। পাঠ করলেন ‘ভানুসিংহের পদাবলী।’ ‘সোনার তরী’তে উঠলেন। বেজে উঠলো তার ‘গীতাঞ্জলি’র গান সুরে সুরে। তার হাতে এলো নোবেল পুরস্কার। বিশ্বকবি হলেন তিনি। তার ‘চিত্রা’, ‘খেয়া’, ‘বলাকা’, ‘পুনশ্চ’, ‘পূরবী’ আর ‘গীতবিতান’সহ সব কাব্যবীণা মন্দ্রিত ছন্দ ছড়ালো সঞ্চয়িতায়।’ এর পরও সাহিত্যের প্রতিটি শাখা-উদ্যানে বিকশিত হলেন তিনি আপন কিংশুকে। বৈশাখে এলেন তিনি বারংবার।
×