ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘গানের রাজা’র বিচারক ইমরান-কোনাল!

প্রকাশিত: ০৬:৩৬, ২০ অক্টোবর ২০১৮

‘গানের রাজা’র বিচারক ইমরান-কোনাল!

সংস্কৃতি ডেস্ক ॥ মেধা যাচাইয়ের যে কোন প্রতিযোগিতার বিচারক নির্ধারণের ক্ষেত্রে তারকাখ্যাতি নয় বরং সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞ ব্যক্তিকে প্রাধান্য দেয়া উচিত। সেক্ষেত্রে অবশ্যই প্রবীণ এবং বিচক্ষণ ব্যক্তি অগ্রগামী। তবে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে বিচারক নির্বাচন এবং নির্ধারণ নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এইসব আয়োজনের মাধ্যমে যেসব প্রতিযোগী উঠে আসছে তাদের মধ্যে বেশিরভাগই ক্যারিয়ার দীর্ঘ করতে পারছে না। এই যখন অবস্থা তখন সঙ্গীতে কমলমতি শিশুদের মনন বিকাশের অঙ্গীকারে শুরু হতে যাচ্ছে চ্যানেল আইয়ের নতুন রিয়েলিটি শো এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই ‘গানের রাজা’ পাওয়ার্ড বাই এসিআই পিওর স্পাইসেস। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ খ্যাত দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও সোমনূর মনির কোনাল। এবারই প্রথম তারা বিচারকের আসনে বসছেন। প্রাথমিক বাছাইপর্ব শেষে গ্র্যান্ড অডিশন থেকে ইমরান ও কোনাল বিচারকের আসনে বসবেন। ‘গানের রাজা’ আয়োজন প্রসঙ্গে ইমরান বলেন, গান হবে, ফান হবে। কোন রকম চাপ ছাড়াই মজা করে গ্র্যান্ড ফিনালে পর্যন্ত কাজটি শেষ করতে চাই। আশা করব এই প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিশুশিল্পী বের করে আনতে পারব। আয়োজক পক্ষ জানান ‘গানের রাজা’র সবকিছুতেই ভিন্নতা থাকবে। প্রতিযোগী শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা খেলতে খেলতে শেখাবেন। সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা প্রক্রিয়ায় গ্রুমিং এবং তালিমের মাধ্যমে ৪০টি পর্বের পর নির্বাচিত করা হবে ‘গানের রাজা’কে। এ প্রসঙ্গে কোনাল বলেন, বাচ্চদের মধ্যে থেকে ‘গানের রাজা’ খুঁজে বের করে আনব। বাচ্চাদের সঙ্গী হয়ে থাকব, বাচ্চাদের বন্ধুর মতো হয়ে কাজ করব। এদিকে আগামী ২৬ অক্টোবর রংপুরে অডিশনের মাধ্যমে ‘গানের রাজা’ প্রাতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হবে। প্রতিযোগিতায় নিবন্ধন শুরু হয়েছে গত ৪ অক্টোবর থেকে। নিবন্ধন চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
×