ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাক্ষাতকারে মেলানিয়া

বিশ্বে আমিই সবচেয়ে বেশি সাইবার হেনস্থার শিকার

প্রকাশিত: ০৪:২৩, ১৩ অক্টোবর ২০১৮

   বিশ্বে আমিই সবচেয়ে  বেশি সাইবার হেনস্থার শিকার

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, বিশ্বে তিনিই সবচেয়ে বেশি ‘বুলিং’ এর শিকার হয়েছেন। আর এ কারণেই ‘সাইবার বুলিং’ এর বিরুদ্ধে তার প্রচার শুরু করা। এবিসি নিউজে বিভিন্ন বিষয় নিয়ে এক সাক্ষাতকারে মেলানিয়া একথা বলেন। হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে কাজ করা কিছু মানুষকে তিনি বিশ্বাস করেন না বলেও জানান। মেলানিয়া বলেন, যেসব নারী যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে তাদেরকে ‘সত্যিকারের শক্ত প্রমাণ’ হাজির করতে হবে। ‘আমি নারীদের পাশে আছি। কিন্তু আমাদের প্রমাণ হাজির করা দরকার।’ তবে কি ধরনের প্রমাণের কথা বলছেন সে সম্পর্কে পরিষ্কার করে তিনি কিছু বলেননি। -খবর ইয়াহু নিউজের গত সপ্তাহে মেলানিয়া আফ্রিকার চারটি দেশে সফরে থাকার সময় সাক্ষাতকারটি ধারণ করা হয়। ‘সাইবার বুলিং’ বা অনলাইনে যারা লোকজনকে উত্যক্ত-হয়রানি করে তাদের বিরুদ্ধে গত মে মাস থেকে ‘বি বেস্ট’ প্রচার শুরু করেছেন মেলানিয়া। ব্যক্তিগত কারণেই এই বি বেস্ট নীতির ভিত্তিতে প্রচার শুরু জানিয়ে তিনি বলেন,‘আমি এটাই বলব, বিশ্বে আমাকেই সবচেয়ে বেশি বুলিং করা হয়েছে।’ আসলেই তাই কিনা জিজ্ঞেস করা হলে মেলানিয়া বলেন, ‘আপনি যদি খেয়াল করেন তাহলেই দেখবেন মানুষ আমাকে নিয়ে কি বলছে।’ তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বাররক্ষী কিনা এমন প্রশ্নও শুনতে হয়েছে বলে জানান মেলানিয়া। হোয়াইট হাউসে কাজ করা কিছু মানুষকে বিশ্বাস না হওয়ায় মেলানিয়া তাদের সম্পর্কে ট্রাম্পকে সদুপোদেশ দিয়েছেন বলেও জানান।
×