ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যেখানে ব্রাডম্যানের পরই কোহলির নাম

প্রকাশিত: ০৫:৪১, ৬ অক্টোবর ২০১৮

 যেখানে ব্রাডম্যানের পরই কোহলির নাম

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় কর্তাদের অনেকে প্রকাশ্যেই বলেছেন, ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজটা তাদের জন্য অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি। সমর্থক-বিশ্লেষকদের মতে বিরাট কোহলিদের ব্যক্তিগত রেকর্ড আর অর্জনের সুযোগ। প্রথম টেস্টের প্রথম দু’দিনেই সেটি পরিষ্কার হতে শুরু করেছে। মাত্র ১৮ বছর বয়সে অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে নাড়িয়ে দিয়েছেন পৃথ্বি শ’ (১৩৪)। সেঞ্চুরি যার জন্য মুড়ি মুড়কি সেই বিরাট কোহলিও (১৩৯) ব্যাট উঁচিয়ে ধরেছেন। ক্যারিয়ারে দ্রুত ২৪তম সেঞ্চুরিতে ভারত অধিনায়কের সামনে কেবলই ব্র্যাডম্যান। সাদা পোশাকে জীবনের প্রথম সেঞ্চুরি পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও (১০০*)। ৯ উইকেটে ৬৪৯ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। জবাবে শুক্রবার দ্বিতীয়দিনের শেষ ২৯ ওভারে স্কোর বোর্ডে ৯৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারী ক্যারিবীয়রা। এশিয়া কাপে বিশ্রাম নিয়ে কোহলি জ্বলে উঠেছেন মাঠে ফিরেই। ৭২ রানে অপরাজিত ভারত অধিনায়ক প্রথম সেশন শেষ করেন ১২০ রানে। নিজের অন্যতম ধীরগতির এই সেঞ্চুরি (১৮৪ বলে) পাওয়ার পথে মারেন মাত্র ৭টি চার। টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরিটি ছিল নটিংহ্যামে। ম্যাচ জেতানো সে ইনিংসেও ছিল মাত্র ১০টি চার। ১৯১ বলে তিন অঙ্ক ছোঁয়া সে ইনিংস ছিল তার ক্যারিয়ারের চতুর্থ ধীরতম সেঞ্চুরি। কোহলি কি ধীরে ধীরে ব্যাটিংয়ের ধারা বদলে ফেলছেন? শেষ পর্যন্ত ২৩০ বলে ১০ চারে ১৩৯ রান করে আউট হন। ৮৪ বলে ৯২ রান করে ঝড়ো ইনিংস খেলে আউট হয়েছেন ঋষভ পন্থ। টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৮ রান দূরে আটকে দিয়েছেন দেবেন্দ্র বিশু। ৮ চার ও ৪ ছক্কায় কোহলির সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে ১৩৩ রান যোগ করেন তিনি। এরপরই একটু দ্রুততালে রান তোলেন কোহলি, চার-ছক্কা না মেরেই। টেস্টে কমপক্ষে ১০টি সেঞ্চুরি করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তর করার দিক থেকে কোহলির ওপরে কেবল ব্র্যাডম্যান ও জর্জ হ্যাডলি। টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ১২৩ ইনিংসে ২৪তম সেঞ্চুরি কোহলির। শীর্ষে অবশ্যই ব্র্যাডম্যান। তিনি নিয়েছিলেন মাত্র ৬৬ ইনিংস। তালিকার তিন ও চারে আরও দুই ভারতীয়, শচীন টেন্ডুলকর (১২৫ ইনিংস) ও সুনীল গাভাস্কার (১২৮ ইনিংস)। ভারতীয়দের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তার সামনে শচীন (৫১), রাহুল দ্রাবিড় (৩৬) ও গাভাস্কার (৩৪)। কোহলি যেখানে চতুর্থ স্থানে। পরিসংখ্যান অনুসারে ‘অধিনায়ক’ হিসেবে ২৪ টেস্টে এটি কোহালির ১৭তম সেঞ্চুরি। চলতি বছরে চতুর্থ। দক্ষিণ আফ্রিকায় একটি, ইংল্যান্ডে দুটি আর তারপর রাজকোটের এই ঝলমলে ইনিংস। আর সব ফরমেট মিলিয়ে চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির সপ্তম সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহালির এটি দ্বিতীয় সেঞ্চুরি। ঘরের মাঠে ১১তম, চার নম্বরে নেমে ২০তম। প্রথম ইনিংসে এটি তার ১৯তম ট্রিপল ফিগার। এই নিয়ে বিশ্বের ২০ মাঠে সেঞ্চুরি হাঁকালেন। যার মধ্যে অর্ধেক ভেন্যু ভারতে। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে এটি তার ৩১তম সেঞ্চুরি। এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের লড়াইয়ে বিরাটের যারা প্রতিদ্বন্দ্বী তাদের সবার চেয়ে টেস্ট সেঞ্চুরি সংখ্যায় এগিয়ে তিনি। স্টিভ স্মিথ (২৩ শতরান), কেন উইলিয়ামসন (১৮ শতরান) ও জো রুট (১৪ শতরান) পিছিয়ে রয়েছেন বিরাটের চেয়ে। স্কোর ॥ ভারত প্রথম ইনিংস ॥ ৬৪৯/৯ ডিক্লেঃ (১৪৯.৫ ওভার; পৃথ্বী ১৩৪, রাহুল ০, পুজারা ৮৬, রাহানে ৪১, কোহলি ১৩৯, পান্থ ৯২, জাদেজা ১০০*, অশ্বিন ৭, কুলদীপ ১২, উমেশ ২২, শামি ২*; গ্যাব্রিয়েল ১/৮৪, পল ০/৬১, লুইস ২/৯৩, বিশু ৪/২১৭, চেইস ১/১৩৭, ব্রেথওয়েট ১/৪৭)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ॥ ৯৪/৬ (২৯ ওভার; ব্রেথওয়েট ২, পাওয়েল ১, হোপ ১০, হেটমায়ার ১০, আমব্রিস ১২, চেইস ২৭*, ডাওরিচ ১০, পল ১৩*; শামি ২/১১, উমেশ ০/১৪, অশ্বিন ১/৩২, জাদেজা ১/৯, কুলদীপ ১/১৯)। ** দ্বিতীয়দিন শেষে
×