ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বৈঠক বাতিল করল চীন

প্রকাশিত: ০৫:০৩, ২ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বৈঠক বাতিল করল চীন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে নির্ধারিত নিরাপত্তা বৈঠক বাতিল করেছে চীন। জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন। অক্টোবরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ওই বৈঠক হওয়ার কথা ছিল। দুই দেশের মধ্যকার উত্তেজনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে শীর্ষ চীনা কর্মকর্তার মন্তব্যের কয়েক দিনের মাথায় এ সিদ্ধান্তের কথা জানা গেল। তবে ঠিক কী কারণে বৈঠকটি বাতিল করা হলো সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। খবর ইয়াহু নিউজের। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। গত ২২ মার্চ ৫০ বিলিয়ন ডলার সমমূল্যের আমদানিকৃত চীনা পণ্যে শুল্ক আরোপের জন্য একটি আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, চীন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেধাসম্পদ চুরি ও স্থানান্তর করছে। জবাবে এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ১২৮টি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করে চীন। এর আর্থিক পরিমাণ প্রায় ৩০০ কোটি ডলার। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে বাণিজ্যযুদ্ধ শুরুর উপক্রম হয়। গত মে মাসে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ স্থগিতের ঘোষণা দেয়া হয়।
×