ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বেনজির ভুট্টোর সম্পদ কে কতটুকু পেলেন, জিজ্ঞাসা আদালতের

প্রকাশিত: ০৫:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৮

বেনজির ভুট্টোর সম্পদ কে কতটুকু পেলেন, জিজ্ঞাসা আদালতের

পাকিস্তানে আততায়ীর হামলায় নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো কি পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন, তার উত্তরাধিকারীরা কে কতটুকু পেয়েছেন তা জানতে চেয়েছে দেশটির সুপ্রীমকোর্ট। এক্সপ্রেস ট্রিবিউন। প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বে তিন বিচারকের বেঞ্চ মঙ্গলবার এ সম্পর্কে একটি নির্দেশনা দিয়েছেন। এর আগে এসব সম্পদের বিস্তারিত জানতে চেয়ে একটি পিটিশন করেছিলেন আইনজীবী ফিরোজ শাহ গিলানি। তিনি লয়ারস ফাউন্ডেশন ফর জাস্টিসের সভাপতি। তার আবেদনে সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মোশাররফ, অপর সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সাবেক এ্যাটর্নি জেনারেল মালিক মুহাম্মদ কাইয়ুম ও জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) কথা উল্লেখ করেন। এর আগে ২৯ আগস্ট সুপ্রীমকোর্ট জারদারি ও তার স্ত্রী বেনজির ভুট্টোর কি পরিমাণ বিদেশী সম্পদ আছে তার বিস্তারিত জানতে চেয়ে একটি অর্ডার দিয়েছিল। ক্ষমতায় যখন ছিল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তখন তারা বেনজির ভুট্টো হত্যা মামলার বিচার কার্যকরভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে বলে পাকিস্তানের প্রধান বিচারপতি অভিযুক্ত করেন পিপিপিকে। এক্ষেত্রে বিবাদীপক্ষের আইনজীবী ফারুক এইচ নায়েক আদালতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, শহীদ বেনজির ভুট্টোর এসব বিচার মানে তার সমাধির বিচার করার শামিল। তার এ বক্তব্যে প্রধান বিচারপতি উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, কে বেনজিরের বিচার করতে যাচ্ছে, আমরা তার সম্পদের হিসাবটাই শুধু চাইছি। বিবাদীপক্ষের আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বেনজিরকে হত্যা করা হয়েছে। কিন্তু আপনারা তার হত্যার যথাযথ বিচার করতে পারেননি। জবাবে আইনজীবী নায়েক বলেন, বেনজিরকে হত্যা করা হয় পারভেজ মোশারফের শাসনামলে। এ সময় পিপিপির আরেকজন সিনিয়র আইনজীবী সরদার লতিফ খোসা উপস্থিত ছিলেন আদালতে।
×