ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যাত্রাশিল্পের সঙ্কট নিয়ে আলোচনা

প্রকাশিত: ০৭:৪৪, ১৬ সেপ্টেম্বর ২০১৮

যাত্রাশিল্পের সঙ্কট নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার ॥ ‘যাত্রাশিল্পের সঙ্কট মোকাবেলায় যাত্রাশিল্পীদের ঐক্যবদ্ধ হতে হবে। এ শিল্পকে রক্ষার জন্য আন্দোলনের বিকল্প নেই’ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সঙ্গে সৈজন্য সাক্ষাতকারে একথা বলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছ। সম্প্রতি বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের একটি প্রতিনিধিদল সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুছের সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন। এর আগে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের পক্ষ থেকে গোলাম কুদ্দুছকে প্রধান উপদেষ্টা করার একটি চিঠি আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেয়া হয়। সংগঠনের সভাপতি মিলন কান্তি দে’র নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, কার্যকরী সভাপতি বদরুল আলম দুলাল, কার্যকরী সাধারণ সম্পাদক এম. এ. মান্নান, যুগ্ম সম্পাদক স্বপন পণ্যে, সহসাংগঠনিক অলোক দাস ও সুমন্ত সাহা। গোলাম কুদ্দুছ বলেন, যাত্রা বাংলার এক গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য। যাত্রা একটি পেশাদারি শিল্প। লাখ লাখ মানুষের ওপর খেয়ে পরে বেঁচে আছে। অথচ যাত্রানুষ্ঠানের জন্যে প্রয়োজন হয় পূর্বানুমতির। আর অনুমতিও সহজে মেলে না। মোটকথা যাত্রার ভবিষ্যত অনিশ্চিত। একটি পরিপূর্ণ যাত্রাবান্ধব নীতিমালা দরকার।
×