ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি চলে গেছে ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি চলে গেছে ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জনগণের ওপর বিএনপির কোন আস্থা নেই। এ কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশী প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। তবে বাংলাদেশের জনগণ বিদেশী রক্তচক্ষুকে ভয় পায় না। কোন ষড়যন্ত্র সফল হবে না। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, অবৈধপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে জনগণের ওপর আস্থা থাকলে নির্বাচনে অংশগ্রহণ করুন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি এখন একেবারে জায়গা মতো চলে গেছে। লবিস্ট নিয়োগ করে ক্ষমতার কাছাকাছি চলে গেছে। জনগণের দরকার নেই। আন্দোলন-সংগ্রামের প্রয়োজন নেই। বিদেশীরাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আপনারা ঘরে বসে অপেক্ষা করুন।’ তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশের জনগণ বিদেশী কোন চোখ রাঙ্গানিকে কখনও ভয় পায় নাই। বিদেশী প্রভুদের কাছে ধরণা ধরে কোন লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনে অংশ নিন। কোন অযৌক্তিক দাবি মানা হবে না। এই নির্বাচনে অংশ না নিলে আত্মঘাতী সিদ্ধান্ত হবে বিএনপির জন্য।’ হানিফ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশের যাওয়ার সময় বলে গেলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন।
×