ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুইয়ের শক্তিশালী দল ঘোষণা

প্রকাশিত: ০৬:৩৯, ১৪ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুইয়ের শক্তিশালী দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশের মাটিতে পা রাখবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে জিম্বাবুইয়ে। টেস্ট ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুইয়ে। এই দলে ডাক পেয়েছেন ব্রেন্ডন টেইলর, ক্রেইগ আরভিন এবং শন উইলিয়ামস। যদিও এই দলে ডাক পাননি সিকান্দার রাজা। তবে টেস্ট এবং ওয়ানডে উপলক্ষে শক্তিশালী স্কোয়াডই ঘোষণা করেছে জিম্বাবুইয়ে। এই দলে অধিনায়ক হিসেবে আছেন জিম্বাবুইয়ে ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। সিকান্দার রাজা না থাকলেও জিম্বাবুইয়ে স্কোয়াড যথেষ্ট শক্তিশালী। মূলত ২০১৯ সালের জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুইয়ে ক্রিকেট দলের। কিন্তু দেশের জাতীয় নির্বাচনের কারণে নবেম্বরের পরিবর্তে বিপিএলের ষষ্ঠ আসরের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করা হয় জানুয়ারি মাসে। অক্টোবর-নবেম্বরে জাতীয় দলের তেমন কোন খেলা না থাকায় জিম্বাবুইয়ের সফরটি জানুয়ারির পরিবর্তে এগিয়ে আনা হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা শেষ হলেই নবেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একটি হোম সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ১৬ অক্টোবর ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে জিম্বাবুইয়ে ক্রিকেট দলের। ১৯ অক্টোবর বিকেএসপিতে একটি অনুশীলন ম্যাচ খেলবে তারা। ২১ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ। ২৪ ও ২৬ অক্টোবর দুই দল খেলবে এই দুটি ম্যাচ। এরপর জিম্বাবুইয়ে ক্রিকেট দল চট্টগ্রামেই একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। চট্টগ্রাম থেকে দুই দল চলে যাবে সিলেটে। ৩ নবেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলবে। এরপর ১১ থেকে ১৫ নবেম্বর দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকায় চলে আসবে দুই দল। ওয়ানডে স্কোয়াড ॥ হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও। টেস্ট স্কোয়াড ॥ হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, টেন্ডাই সাতারা।
×